Home আন্তর্জাতিক টরন্টোয় রক্তঝরা রাত: বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল যুবকের, আহত ছয়

টরন্টোয় রক্তঝরা রাত: বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল যুবকের, আহত ছয়

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার টরন্টো শহর মঙ্গলবার রাতের অন্ধকারে যেন এক বিষাদে ঢেকে গেল। লরেন্স হাইটস এলাকার ফ্লেমিংটন রোড ও জ্যাকারি কোর্টের মোড়ে আচমকা বন্দুকবাজের তাণ্ডবে কেঁপে উঠল শহরের নিস্তরঙ্গ রাত্রি।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার কিছু পরে হঠাৎই এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। এলোমেলোভাবে ছুটে চলে একের পর এক গুলি। মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়ে এক যুবক, তাঁর প্রাণ যায় ঘটনাস্থলেই। গুলিতে জর্জরিত আরও ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর না হলেও মানসিকভাবে সকলে ভেঙে পড়েছেন।

গোটা এলাকা মুহূর্তে ঘিরে ফেলে টরন্টো পুলিশ। গড়ে তোলা হয় চেকপোস্ট, শুরু হয় তল্লাশি। তবে এখনও পর্যন্ত সন্দেহভাজন বন্দুকধারী বা হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান টরন্টোর মেয়র অলিভিয়া চাউ। তিনি লেখেন, “আজ সন্ধ্যায় লরেন্স হাইটসে গুলি চলার খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমার অফিস পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। কাউন্সিলর ও ডেপুটি মেয়র ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ তদন্ত চালাচ্ছে।”

এই ঘটনায় কানাডায় অস্ত্র সহিংসতার প্রশ্নটি আরও একবার সামনে এলো। টরন্টোর মতো শান্তিপ্রিয় শহরে এমন নির্মম হামলা স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক ও হতাশা ছড়িয়ে দিয়েছে।


📢 এই ঘটনাটি কি আপনাকে নাড়া দিয়েছে?
আমাদের প্রতিবেদন আপনার কেমন লাগল জানাতে ভুলবেন না।

❤️ লাইক দিন
🔁 শেয়ার করুন
💬 কমেন্টে জানান আপনার মতামত