Home Third Lead ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা

ছবি: এ আই

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ঘটে যাওয়া এক সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে একটি ট্রাভেল ব্যান (ভ্রমণ নিষেধাজ্ঞা) জারি করেছেন। এতে আফগানিস্তান, বার্মা, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন- এই ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ৯ জুন রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন সময়) থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে। পাশাপাশি, আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে- যেগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা এমন দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিতে পারি না যাদের যথাযথভাবে যাচাই করা সম্ভব নয়। আমরা ইউরোপের মতো পরিস্থিতি এখানে হতে দেব না।”

এই পদক্ষেপটি ২০১৮ সালের প্রথম ট্রাভেল ব্যানের সঙ্গে মিল রেখে নেওয়া হয়েছে, যা তৎকালীন সময় মুসলিমপ্রধান দেশগুলোকে লক্ষ্য করে কার্যকর করা হয়েছিল। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন তা বাতিল করেছিলেন।

ট্রাম্প বলেন, “আমরা এদের চাই না।”

হোয়াইট হাউজের উপপ্রেস সচিব অ্যাবিগেইল জ্যাকসন জানিয়েছেন, “এই নিষেধাজ্ঞাগুলো যুক্তিসঙ্গত ও দেশভিত্তিক, যেসব দেশ সঠিকভাবে পরিচয় যাচাই বা হুমকির তথ্য ভাগ করে না, কিংবা যাদের ভিসা ওভারস্টে’র হার অনেক বেশি।”

সাম্প্রতিক হামলার ঘটনার জন্য অভিযুক্ত মোহাম্মদ সাবরি সোলিমান নামের একজন মিশরীয় নাগরিককে দায়ী করা হয়েছে। তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং ২০২২ সালে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। তবে মিশর এই নিষেধাজ্ঞার তালিকায় নেই।

এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছেন। একটি নির্বাহী আদেশে তিনি ঘোষণা করেন, হার্ভার্ড এখন বিদেশি শিক্ষার্থীদের জন্য অনুপযুক্ত। তার মতে, “বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি অপরাধ বৃদ্ধির পাশাপাশি বিপজ্জনক কার্যকলাপের তথ্য গোপন করেছে।”

এই আদেশের ফলে হার্ভার্ডে পড়তে আগ্রহী নতুন বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে যাদের উপস্থিতি ‘জাতীয় স্বার্থে সহায়ক’ বলে বিবেচিত হবে, তারা এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে পারেন।

📢 আপনার মতামত কী এই নিষেধাজ্ঞা নিয়ে? মন্তব্যে জানাতে ভুলবেন না!
❤️ আপনার বন্ধুদের সঙ্গে এই প্রতিবেদনটি শেয়ার করুন ও আমাদের পেজটি লাইক দিন যেন সর্বশেষ আপডেট সবার আগে পান!