বিনোদন ডেস্ক: সব পরিস্থিতিতে যারা হালকা চালে চিল থাকতে পারেন, তাদের সংখ্যা এই পৃথিবীতে খুব বেশি নয়। কিন্তু রিয়াদ ঠিক সে রকম একজন। চটপটে, প্রাণবন্ত, বন্ধুবৎসল—একজন আলো ছড়ানো মানুষ। তার মুখের হাসি যেন প্রতিকূলতার মুখেও হারিয়ে যায় না।
এই চরিত্রেই এবার পর্দায় হাজির হচ্ছেন ইয়াশ রোহান।
অন্যদিকে রিয়াদের স্ত্রী শ্রাবণী যেন সম্পূর্ণ বিপরীত এক জগতের মানুষ। আবেগ তার জীবনে স্থায়ী নয়—কখনো আনন্দ, কখনো বিষাদ, কখনোবা হঠাৎ বজ্রপাত! শ্রাবণ দিনের মতোই শ্রাবণীর মেজাজ—এক মুহূর্তে মেঘলা, পরক্ষণেই ঝলমলে রোদ্দুর।
শ্রাবণী চরিত্রে অভিনয় করেছেন তানজিমক সাইয়ারা তটিনী।
এই দুই বিপরীত ধাঁচের মানুষকে নিয়ে নির্মিত হয়েছে এবারের ঈদের বিশেষ নাটক ‘ভালো থেকো’। কান্তি ভূষণ তরফদারের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।
সম্প্রতি নাটকের শুটিং শেষ হয়েছে। গল্পের সূত্রপাত কক্সবাজারের এক ভ্রমণে। সেখানে প্রথম দেখা রিয়াদ-শ্রাবণীর। ধীরে ধীরে পরিচয়, প্রেম এবং সংসার। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। পরিচালক ইমরাউল রাফাত বলেন,
“নিয়তির এক অনিবার্য চক্রান্তে দুই বিপরীত ধাঁচের মানুষ এসে দাঁড়ায় এক ছাদের নিচে। তাদের সম্পর্কটা শুরু হয় এক স্বপ্নময় রঙে। কিন্তু যে গল্পটা হ্যাপি এন্ডিং হতে পারত, সেটা ঠিক সময়ে ঘুরে যায় এক অপ্রত্যাশিত মোড়ে। এটাই ‘ভালো থেকো’র আসল শক্তি।”
‘ভালো থেকো’ মুক্তি পাচ্ছে এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায়, সিএমভির ব্যানারে। প্রযোজক জানান, এবারের ঈদে তাদের ব্যানার থেকে ১২টি নাটক মুক্তি পাচ্ছে, যার মধ্যে ‘ভালো থেকো’ অন্যতম আকর্ষণ। চাঁদরাত থেকে একে একে উন্মুক্ত হবে নাটকগুলো সিএমভির ইউটিউব চ্যানেলে।
📺 দেখতে ভুলবেন না—’ভালো থেকো’ এই ঈদে, সিএমভির ইউটিউব চ্যানেলে
❤️ ভালোবাসা কি টেকে, নাকি ভেঙে পড়ে—জানতে হলে দেখতে হবে পুরো নাটক!
🔔 প্রতিবেদনটি ভাল লাগলে শেয়ার করুন