বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন তিনি।
ড. ইউনূস বলেন, “নির্বাচন কবে হবে-এই প্রশ্নে রাজনৈতিক দল ও জনগণের গভীর আগ্রহ রয়েছে। আমরা আগেই বলেছিলাম, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হবে। সেই সময়সীমার মধ্যেই আমরা নির্বাচন আয়োজন করছি।”
তিনি বলেন, “বাংলাদেশে যতবার সংকট সৃষ্টি হয়েছে, তার মূল কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। এমন নির্বাচনের মাধ্যমে একদলীয় দুঃশাসন ও রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় যারা নির্বাচনের মতো পবিত্র প্রক্রিয়াকে কলুষিত করে, তারা জাতির কাছে অপরাধী হিসেবে বিবেচিত হয়।”
দেশে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন যেন ভবিষ্যতে আর কোনো জাতীয় সংকটের জন্ম না দেয়, সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার সবচেয়ে জরুরি। নির্বাচনী প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা না হলে আমাদের সমস্ত ত্যাগ ব্যর্থ হয়ে যাবে।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ের ওপর কেন্দ্রীভূত। তার ভাষায়, “আসন্ন রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচার কার্যক্রমে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানোর আশাবাদ রয়েছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি সম্মান জানাতে মানবতাবিরোধী অপরাধের বিচারে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি।”
সবশেষে তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে সবচেয়ে বেশি দল, প্রার্থী ও ভোটার অংশগ্রহণ করবেন। অভ্যুত্থানে নিহত শহিদদের আত্মা যেন এই নির্বাচনে শান্তি পায়। এ নির্বাচন যেন জাতির ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে স্মরণীয় হয়ে থাকে।”
তিনি জানান, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন যথাসময়ে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে।