বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে যেমন অভিনয়ে ব্যস্ত, তেমনই স্বামী রণবীর সিং ও কন্যা দুয়াকে ঘিরে তার পারিবারিক জীবনও চলছে পরিপূর্ণতায়। তবে এই সফল জীবনের পেছনে লুকিয়ে থাকা একটি পুরনো প্রেমের অধ্যায় নিয়ে ফের আলোচনায় এলেন তিনি। দীপিকার এক সময়ের প্রেমিক হিসেবে এবার মুখ খুলেছেন মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম।
সম্প্রতি উপস্থাপক সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অংশ নিয়ে মুজাম্মিল বলেন, দীপিকার সঙ্গে তার দীর্ঘ দুই বছরের সম্পর্ক ছিল। সে সময় দুজনেই বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াইয়ে ব্যস্ত ছিলেন। দীপিকা তখন বলিউডে নিজের জায়গা পাকা করার জন্য সংগ্রাম করছেন, আর মুজাম্মিল ইতিমধ্যে একজন উদীয়মান মুখ হিসেবে পরিচিতি পাচ্ছেন।
সেই সময়ের স্মৃতি রোমন্থন করে মুজাম্মিল বলেন, “দীপিকা যখন সদ্য মুম্বাইয়ে এসেছে, আমরা তখন একে অপরের খুব কাছাকাছি ছিলাম। হাতে পর্যাপ্ত অর্থ ছিল না, তাই বৃষ্টির দিনে রিকশায় বসে সময় কাটাতাম। একসময় আমি গাড়ি কিনলে দীপিকা খুব খুশি হয়েছিল। তখন থেকে আর রিকশার দরকার পড়েনি।”
তিনি আরও জানান, দীপিকার জন্মদিনে এক ডিজে বন্ধুর বাড়িতে আয়োজিত পার্টির দিনটি তার স্মৃতিতে আজও ভীষণ উজ্জ্বল। দীপিকার প্রিয় গান বারবার চালিয়ে সে দিন একসঙ্গে আনন্দ করেছিলেন তারা। “ওর পছন্দ তখন থেকেই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল,” বলেন তিনি।
তবে সম্পর্কটি বেশিদিন টেকেনি। সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত মুজাম্মিল নিজেই নিয়েছিলেন বলে জানান। তবু দীপিকার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা এখনও রয়ে গেছে। “আজ আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মানুষ এখন আমাকে চিনেও না। কিন্তু আমি এখনও দীপিকার বড় ভক্ত। ওর কোনো সিনেমা মিস করি না। দীপিকা সত্যিই অসাধারণ একজন মানুষ,” মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি করেন, বিয়ের পরেও একাধিকবার দীপিকার সঙ্গে যোগাযোগ হয়েছিল তার। যদিও দীপিকা কখনো মুজাম্মিলের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। এমনকি বলিউডেও তাদের নিয়ে কখনো কোনো গুঞ্জন শোনা যায়নি।
উল্লেখ্য, দীপিকা ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর ‘রাম লীলা’ ছবির সেটে রণবীর সিংয়ের সঙ্গে প্রেম শুরু হয়, যার পরিণতি ২০১৮ সালের বিয়েতে। ২০২৪ সালে তাদের কন্যা সন্তান ‘দুয়া’র জন্ম হয়।
মুজাম্মিল ইব্রাহিমের এই খোলামেলা বক্তব্য দীপিকার অতীত প্রেমজীবন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।