Home বিনোদন বলিউডে আলোড়ন: সানজয় কাপুরের মৃত্যু, ‘সিতারে জমিন পার’-এর মুক্তি

বলিউডে আলোড়ন: সানজয় কাপুরের মৃত্যু, ‘সিতারে জমিন পার’-এর মুক্তি

বিনোদন ডেস্ক: বলিউড আজ একদিকে শোকাহত, অন্যদিকে সাফল্যে উদ্দীপ্ত। একাধিক বড় ঘটনার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকল চলচ্চিত্রপ্রেমীদের কাছে।

লন্ডনের উইন্ডসর এলাকায় অনুষ্ঠিত একটি ঘোড়দৌড় ও পোলো ম্যাচ চলাকালে হৃদয়বিদারকভাবে মৃত্যুবরণ করেছেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সানজয় কাপুর। উপস্থিত দর্শকদের বর্ণনা অনুযায়ী, এক পর্যায়ে সানজয় বলেন, “আমি কিছু গিলে ফেলেছি” তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, মৌমাছির বিষক্রিয়ায় এবং অ্যালার্জিক শকে হৃদযন্ত্র থেমে যায় তার। এই ঘটনায় শোক জানিয়েছেন বলিউডের অনেক তারকা, কারণ তিনি শুধু চলচ্চিত্র জগতের সঙ্গে নয়, রাজকীয় ব্যক্তিদের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

এদিকে আমির খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র সিতারে জমিন পার ২০ জুন মুক্তি পাচ্ছে। ব্রিটেনে ১২-এ সার্টিফিকেশন পাওয়া ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৫ মিনিট। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ ছবির মাধ্যমে আমির আবারও সমাজমনস্ক চিন্তাভাবনাকে কেন্দ্র করে একটি জনপ্রিয় ধারার সৃষ্টি করবেন। ছবিটি মূলত খেলাধুলা ও মানসিক প্রতিভা নিয়ে গঠিত একটি ড্রামা।

বক্স অফিসেও দাপট দেখাচ্ছে অক্ষয় কুমার অভিনীত কমেডি সিরিজের নতুন পর্ব হাউসফুল ৫। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ছবিটি বিশ্বজুড়ে ২০০ কোটি টাকার বেশি আয় করেছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এটি বছরের অন্যতম সফল বলিউড ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে।

নেটফ্লিক্সেও রয়েছে নতুন চমক। সেখানকার আলোচিত সিরিজ রানা নাইডু-এর দ্বিতীয় সিজনে যোগ দিয়েছেন অভিনেতা অর্জুন রাম্পাল। তিনি সম্প্রতি একটি আবেগঘন নোটে এই কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অন্যদিকে, সালমান খানকে নিয়ে প্রচার শুরু হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর তৃতীয় মৌসুমের। অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের বিতর্কিত প্রশ্নে রসিকতা করে সালমান বলেন, “তালাক তো হয়েই গেছে, কিন্তু তখন তো অর্ধেক টাকাও চলে যায়!” তাঁর এই মন্তব্যে হাসির রোল উঠেছে সেটে।

এছাড়া ছোটপর্দার জনপ্রিয় মুখ নাকি তাম্বোলি সম্প্রতি নিজেকে ‘ভেগান’ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি কোনও ধর্মীয় কারণে নয়, বরং নিজস্ব চিন্তা থেকেই এসেছে তার এই জীবনধারা পরিবর্তনের সিদ্ধান্ত।