Home চট্টগ্রাম ড্রোন উদ্ভাবক আশিরের পাশে তারেক রহমান, ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস

ড্রোন উদ্ভাবক আশিরের পাশে তারেক রহমান, ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:  বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের উদ্ভাবনী মেধাবী তরুণ মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ব্যক্তিগত সহানুভূতিতে আজ সোমবার (১৬ জুন ২০২৫) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সরেজমিনে আশির উদ্দিনের বাড়িতে গিয়ে সহায়তা ও উৎসাহ প্রদান করেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পাশাপাশি, তরুণ এই উদ্ভাবকের প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণায় ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন তরুণ এই উদ্ভাবকের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা তুলে দেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদ আশির উদ্দিনের ড্রোন প্রযুক্তি উদ্ভাবন ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। তার মেধা ও আগ্রহ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

স্থানীয় ও জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এবং সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।

এছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর চট্টগ্রাম প্রতিনিধি ফখরুল ইসলাম শাহীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। তরুণ উদ্ভাবক আশির উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সহযোগিতা আমার পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি চাই, আমার প্রযুক্তি যেন দেশের উপকারে আসে।”