Home বিনোদন সমুদ্রতীরে ভালবাসায় ভেসে ওমর শহজাদ ও স্ত্রী শানযে

সমুদ্রতীরে ভালবাসায় ভেসে ওমর শহজাদ ও স্ত্রী শানযে

ওমর শহজাদ ও শানযে

বিনোদন ডেস্ক:

পাকিস্তানি নাট্যজগতের জনপ্রিয় অভিনেতা ও মডেল ওমর শহজাদ এবার নিজের ব্যক্তিগত জীবনের এক মিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। সদ্য বিবাহিত স্ত্রী শানযে লোধির সঙ্গে সমুদ্রতীরে কাটানো সময়ের কয়েকটি ছবি তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তোলেন ওমর শহজাদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সৌদি আরবের মদিনায় শানযে লোধির সঙ্গে এক ঘরোয়া ও মার্জিত আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে পাকিস্তানে আয়োজন করা হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনার।

এই নবদম্পতি এখন দাম্পত্য জীবনের প্রথম পর্ব উপভোগ করছেন, যা দেখে মুগ্ধ হচ্ছেন অনুরাগীরাও। সাম্প্রতিক পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, তারা দুজনে সমুদ্রতীরে একান্ত সময় কাটাচ্ছেন। সাধারণ অথচ পরিপাটি পোশাকে দেখা গেছে ওমরকে—কালো শার্ট ও সাদা ট্রাউজারে। শানযে পরেছেন সাদা কটনের শার্ট-প্যান্ট ও তার ওপর একটি নান্দনিক প্রিন্টেড ইননার। তাদের দুজনের মুখেই প্রশান্তির হাসি।

ছবিগুলোর ক্যাপশনে ওমর শহজাদ লিখেছেন, “আমার থেরাপির ধরন—শুধু তুমি, আমি আর সমুদ্রের ঢেউ।” এই রোমান্টিক উক্তিতে যেন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি।

সামাজিক মাধ্যমে অসংখ্য ভক্ত এ জুটির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, তাদের এই ভালোবাসা ও বন্ধন যেন দীর্ঘস্থায়ী হয়।