Home আকাশ পথ বোমা আতঙ্কে জেদ্দা-জাকার্তা ফ্লাইটের জরুরি অবতরণ

বোমা আতঙ্কে জেদ্দা-জাকার্তা ফ্লাইটের জরুরি অবতরণ

এভিয়েশন ডেস্ক:

সৌদিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট বোমার হুমকির পর ইন্দোনেশিয়ায় জরুরি অবতরণ করেছে। তবে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সব যাত্রী ও ক্রু অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সৌদি আরবভিত্তিক আল-আরাবিয়া নিউজ চ্যানেল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, জেদ্দা থেকে জাকার্তাগামী সৌদিয়ার এসভি৫২৭৬ নম্বর ফ্লাইটটি মাঝ আকাশে একটি ইমেইল বার্তার মাধ্যমে বোমা থাকার হুমকি পায়।

এ নিয়ে সৌদিয়া এয়ারলাইন্সের কর্পোরেট কমিউনিকেশনের মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল-শাহরানির বরাতে জানানো হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে ইন্দোনেশিয়ার কুয়ালানামু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি বলেন, “বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রী ও ক্রুরা নির্বিঘ্নে উড়োজাহাজ থেকে নামেন। কারো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”

পরে স্থানীয় কর্তৃপক্ষের তল্লাশি শেষে নিশ্চিত করা হয়, বোমা থাকার খবরটি ভুয়া ছিল এবং উড়োজাহাজটিতে কোনো নিরাপত্তা হুমকি নেই।

আরেকটি বিবৃতিতে সৌদিয়া এয়ারলাইন্স আরব নিউজকে জানিয়েছে, “ফ্লাইট চলাকালে পাওয়া নিরাপত্তা সতর্কতার প্রেক্ষিতে এসভি৫২৭৬ নম্বর ফ্লাইটটি ইন্দোনেশিয়ার কুয়ালানামু বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদে নামেন।”

সৌদিয়া এয়ারলাইন্স আরও জানায়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবাই তাদের অগ্রাধিকার। ফ্লাইটটি পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।