Home First Lead ইরান আমাদের বন্ধু, ইসরায়েলের হামলা বেআইনি: সোনিয়া গান্ধী

ইরান আমাদের বন্ধু, ইসরায়েলের হামলা বেআইনি: সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে ভারত সরকারের নীরব অবস্থানকে ‘নীতি বিরুদ্ধ’ এবং ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ শানালেন ভারতের কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধে সোনিয়া গান্ধী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই সংঘাতকে কেন্দ্র করে ইজরায়েলের ভূমিকা একতরফা এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একইসঙ্গে তিনি মোদি সরকারের নীরবতাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

সোনিয়ার মতে, “ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি আঘাত। ভারত সরকার এতদিন যেই শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে, এই নীরবতা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

তিনি আরও মনে করিয়ে দেন, “ইরান শুধু ভারতের পুরনো কূটনৈতিক সঙ্গী নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে আমাদের ঘনিষ্ঠ। এমনকি রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যুতে ইরান একাধিকবার ভারতের পাশে দাঁড়িয়েছে।”

প্রবন্ধে সোনিয়া দাবি করেছেন, মার্কিন গোয়েন্দা তথ্যেও ইরানের পরমাণু কর্মসূচির হুমকির প্রমাণ নেই। বরং ২০০৩ সালে পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করে দিয়েছিল তেহরান এবং পরবর্তীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই নিজেই তা নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন কংগ্রেস নেত্রী।

শুধু ইরান নয়, গাজা ভুখণ্ডে ইসরায়েলের হামলাকেও গণহত্যার সামিল বলে উল্লেখ করেছেন সোনিয়া। তার মতে, “বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে।”

এই প্রেক্ষাপটে কংগ্রেসের অবস্থান একেবারেই স্পষ্ট—তারা ইরানের পক্ষে এবং শান্তির পক্ষে। আর মোদি সরকারের উচিত, আন্তর্জাতিক মঞ্চে নিরপেক্ষ থাকার বদলে ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করা।