বিনোদন ডেস্ক: দীর্ঘ একযুগ পর আবার একই ছবিতে জুটি বাঁধতে চলেছেন টলিউডের এক সময়ের হিট জুটি দেব ও শুভশ্রী। একসময় তাঁদের প্রেম ও পর্দার রসায়ন ঘিরে দর্শকমহলে আলোড়ন ছিল তুঙ্গে। তবে বিচ্ছেদের পর একাধিক বছর তাঁরা আলাদা পথ বেছে নেন। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে দেব ও শুভশ্রীকে আবার এক ফ্রেমে আনছে নতুন একটি চলচ্চিত্র, যার শুটিং শুরু হবে চলতি বছরের শেষদিকে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও এটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। বিষয়বস্তু হতে চলেছে একটি সামাজিক ড্রামা, যেখানে রাজনীতি, পারিবারিক টানাপোড়েন এবং প্রেমের জটিলতা মিলিয়ে এক সংবেদনশীল কাহিনি উঠে আসবে। দেব ও শুভশ্রী একে অপরের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন, যা তাঁদের ভক্তদের জন্য এক বিরল পাওয়া।
২০১৩ সালে ‘খোকাবাবু’, ‘চ্যালেঞ্জ’ এবং ‘পরান যায় জ্বলিয়া রে’-এর মতো একাধিক বক্স অফিস হিট ছবি উপহার দেন দেব-শুভশ্রী জুটি। পরে ব্যক্তিগত কারণে তাঁরা আলাদা হয়ে যান এবং টলিউডে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা পান। শুভশ্রী এখন সফল অভিনেত্রীর পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। অন্যদিকে দেবও সাংসদ হওয়ার পরও চলচ্চিত্রে দাপট বজায় রেখেছেন।
শুভশ্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “এই প্রজেক্টটা আমার কাছে খুব স্পেশাল। গল্পটাই এমন, যেখানে আমি এবং দেব ছাড়া অন্য কেউ মানিয়ে যেত না। পেশাগতভাবে আমরা দুইজনই পরিপক্ক, তাই একসঙ্গে কাজ করতে আপত্তি ছিল না।”
দেব বলেন, “ভালো গল্প আর পেশাদারিত্ব থাকলে পুরোনো সম্পর্ক কোনো বাধা হতে পারে না। শুভশ্রীর সঙ্গে কাজ করার মধ্যে এক ধরনের স্বাচ্ছন্দ্য আছে। আশা করছি দর্শক আবার সেই পুরোনো ম্যাজিক ফিরে পাবেন।”
ছবিটি ২০২৬ সালের শুরুতেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান ও টলিউড অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অনেকেই একে টলিউডে ‘বিরল পুনর্মিলন’ হিসেবে অভিহিত করছেন।