Home শিপিং পরিবেশবান্ধব প্রযুক্তিতে চীনের নতুন দিগন্ত: ১৬ হাজার টিইইউ কন্টেইনার জাহাজ

পরিবেশবান্ধব প্রযুক্তিতে চীনের নতুন দিগন্ত: ১৬ হাজার টিইইউ কন্টেইনার জাহাজ

  • বছরে ১.২ লাখ টন কার্বন বাঁচাবে চীনের এই নতুন জাহাজ
  • একটানা আমেরিকা পর্যন্ত যেতে পারবে চীনের নতুন মিথানলচালিত জাহাজ

শিপিং ডেস্ক: চীন তার প্রথম দেশীয়ভাবে নির্মিত ১৬ হাজার টিইইউ ক্ষমতাসম্পন্ন মিথানল-দ্বৈত জ্বালানিচালিত কন্টেইনার জাহাজ সফলভাবে হস্তান্তর করেছে। সম্প্রতি সাংহাইয়ের একটি জাহাজ নির্মাণ কেন্দ্রে এই পরিবেশবান্ধব জাহাজটি নির্মাণ ও হস্তান্তরের কাজ সম্পন্ন হয়।

জাহাজটির দৈর্ঘ্য ৩৬৬ মিটার এবং প্রস্থ ৫১ মিটার। এটি একটানা চীনের পূর্বাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত যাত্রা সম্পন্ন করতে সক্ষম, যেখানে পুনরায় জ্বালানী নেওয়ার প্রয়োজন হবে না। এতে রয়েছে বিশাল আকারের ১১ হাজার কিউবিক মিটার ধারণক্ষমতার মিথানল সংরক্ষণ ট্যাংক, যা জাহাজটিকে দীর্ঘপথ পাড়ি দিতে সহায়তা করে।

এই জাহাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তি। মিথানল-দ্বৈত জ্বালানির মাধ্যমে চলার কারণে এটি প্রতিবছর প্রায় ১ লাখ ২০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এটি একটি বড় পদক্ষেপ।

বিশ্লেষকদের মতে, এই জাহাজ শুধু চীনের জাহাজ নির্মাণশিল্পের প্রযুক্তিগত উৎকর্ষতাকেই তুলে ধরছে না, বরং বৈশ্বিক শিপিং খাতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার প্রসারে চীন যে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, তারও একটি নিদর্শন।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন -এর নির্ধারিত নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা পূরণে এমন জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।