Home বিনোদন ৪২ বছরেই থেমে গেল শেফালি জারিওয়ালার জীবন

৪২ বছরেই থেমে গেল শেফালি জারিওয়ালার জীবন

শেফালি জারিওয়ালা

বিনোদন ডেস্ক: ২০০২ সালের তুমুল জনপ্রিয় মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ দিয়ে যিনি রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন, সেই অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই থেমে গেল তাঁর জীবন। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে পাশে ছিলেন স্বামী পরাগ ত্যাগী।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শেফালি। দ্রুত তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে হৃদরোগকেই মৃত্যুর কারণ মনে করা হচ্ছে, তবে পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে নিশ্চিতভাবে জানা যাবে।

শেফালি জারিওয়ালা মোট ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। বলিউডে ‘মুঝসে শাদি করবে’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৪ সালে চলচ্চিত্রে পা রাখেন। ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন তিনি। এরপর ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজন এবং ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণ করে আবারও আলোচনায় আসেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে অন্তরালেই ছিলেন।

শেফালির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউডের সহকর্মীরা। মিকা সিং, দিব্যাঙ্কা ত্রিপাঠীসহ অনেকে তাঁর মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

এদিকে বিনোদন খাতের পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে তরুণ তারকাদের হঠাৎ মৃত্যু বিনিয়োগ ও ব্র্যান্ড ব্যবস্থাপনায় নতুন করে সতর্কতা আনছে। বিভিন্ন রিয়েলিটি শো ও বিজ্ঞাপন সংস্থাগুলোর কনটেন্ট পরিকল্পনায় এখন শোককালীন বিবেচনা জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা স্বাস্থ্যসচেতনতার প্রচারমূলক কাজ করেন, তাঁদের জন্য এটি একটি সতর্কবার্তা।

স্বাস্থ্য সংশ্লিষ্ট মহল বলছে, শেফালি দীর্ঘদিন মৃগী ও মানসিক উদ্বেগে ভুগেছেন, যা আগে একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন। তবু স্বাস্থ্য সচেতন জীবন যাপন করতেন বলেই পরিচিত ছিলেন তিনি। এই মৃত্যু সমাজে তরুণদের মধ্যেও হৃদরোগের ঝুঁকি কতটা ভয়াবহ তা মনে করিয়ে দিচ্ছে।