বিনোদন ডেস্ক: শনিবার সন্ধ্যা, মুম্বইয়ের ওশিওয়াড়া শ্মশানে থিক থিক করছে মানুষের ভিড়। বলিউড তারকা শেফালি জরিওয়ালার শেষযাত্রায় এক আবেগঘন পরিবেশ। চারদিক নিস্তব্ধ, বাতাসেও যেন শোকের ভার। শেষবারের মতো প্রিয় শিল্পীকে বিদায় জানাতে হাজির হয়েছেন ইন্ডাস্ট্রির বহু মুখ—চোখে জল নিয়ে এসেছেন মিকা সিং, সুনীধি চৌহান, শেহনাজ গিল, রেশমি দেশাই, আরতি সিং, সম্ভাবনা শেঠ-সহ আরও অনেকে।
মায়ের কোলে ভেঙে পড়া নিথর কন্যার দেহ। মঞ্চের ঝলমলে আলোয় যিনি ছিলেন প্রাণবন্ত, তিনিই আজ শ্মশানের নিঃসাড় উপস্থিতি। শেফালির মা সুনীতা জরিওয়ালার কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো পরিবেশ। কন্যাহারা মায়ের আর্তনাদে ভেঙে পড়েছেন টেলিভিশনের সহকর্মীরাও। কেউ এসে কাঁধে হাত রাখছেন, কেউ চোখ মুছছেন চুপচাপ।
শেষযাত্রায় কাঁধ দিয়েছেন শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগী, হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফটকরা। লাল কাপড়ে মোড়া শেফালির নিথর শরীর যখন চিতায় পৌঁছায়, তখন পরাগ ত্যাগীর সেই নিঃশব্দ বিদায়—গালে হাত বুলিয়ে স্ত্রীর কপালে একটি স্নেহচুম্বন—ছুঁয়ে যায় প্রত্যেক দর্শকের হৃদয়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে, আর তা দেখে চোখের জল চেপে রাখতে পারছেন না কেউ।
মাত্র কয়েক দিন আগেই ২৫ লক্ষ টাকা খরচ করে অশীতিপর বাবার অস্ত্রোপচার করান শেফালি। সেই সময় বাবাকে বলেছিলেন, ‘এখন তো সবে তোমার বয়স ৮০, জীবনটাকে আরও উপভোগ করো।’ যে কন্যা এত শক্ত মানসিকতায় জীবনকে ধারণ করতেন, তাঁর এই হঠাৎ বিদায়ে হতবাক ইন্ডাস্ট্রির সবাই। হৃদরোগে আক্রান্ত হয়ে এমন অসময়ে তাঁর চলে যাওয়া যেন কারও কাছেই বিশ্বাসযোগ্য নয়।
পরাগ ত্যাগীর সঙ্গে শেষকৃত্যে অংশ নিয়েছেন শেফালির বাবা সতীশ জরিওয়ালা ও বোন শিবানিও। মেয়ের দেহে শেষ ফুল অর্পণের সময় বাবার চোখেও জল—নিঃশব্দে ছুঁয়ে থাকা এক হৃদয়বিদারক সন্ধ্যা।
আপনিও শেফালির প্রতি শেষ শ্রদ্ধা জানান—এই প্রতিবেদনে আপনার অনুভব জানাতে কমেন্ট করুন।
📢 প্রতিবেদনটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, ছড়িয়ে দিন এই নিঃশব্দ বিদায়ের কাহিনি।
❤️ ‘কাঁটা লাগা গার্ল’-এর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পোস্টে একটি হৃদয়ের ইমোজি দিন।
🔔 আরও এমন আবেগঘন প্রতিবেদন পেতে পেজে লাইক দিয়ে ফলো করুন বিজনেসটুডে২৪।