বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.) ও সাহাবি হজরত আমিরে মুয়াবিয়া (রা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার শহরের ক্লাব রোড এলাকার বাসা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উমায়রা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলেও জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে ফেসবুকে ইসলাম ধর্ম, নবীজি (সা.) ও সাহাবায়ে কেরামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। শনিবার বিকেলে উমায়রা ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে হজরত উমর (রা.) ও সাহাবি আমিরে মুয়াবিয়া (রা.)-কে উদ্দেশ করে একটি কুরুচিপূর্ণ পোস্ট দিলে তা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ধর্মপ্রাণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এ ঘটনায় মৌলভীবাজার মুসলিম কমিউনিটি, বিভিন্ন ইসলামী সংগঠন ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ পুলিশের প্রতি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। রাত ১০টা পর্যন্ত মৌলভীবাজার মডেল থানার সামনে ধর্মপ্রাণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় এবং তারা গ্রেপ্তার ও বিচারের দাবি জানাতে থাকেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উমায়রা ইসলামের কিছু রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে, যেগুলো নিয়ে নানা আলোচনা চলছে। তবে এসব বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
ইসলাম ধর্মের খলিফা ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে আটক মৌলভীবাজারের নারী আইনজীবী উমায়রা ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত পোস্ট করে আসছিলেন বলে দাবি করছেন স্থানীয়রা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু স্ট্যাটাসের স্ক্রিনশট ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ‘Umayra Islam’ নামে থাকা তার ব্যক্তিগত ফেসবুক আইডি (যা প্রকাশ্যে রাখা ছিল) থেকে ইসলাম ধর্ম, নবীজি (সা.), সাহাবায়ে কেরাম এবং আলেম সমাজ নিয়ে একাধিকবার বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়েছে। তার কিছু লেখায় কুরুচিপূর্ণ ভাষা ব্যবহৃত হওয়ায় তা নিয়ে ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
তার স্ট্যাটাসে কী ছিল?
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় দেওয়া একটি স্ট্যাটাসে হজরত উমর (রা.) ও সাহাবি আমিরে মুয়াবিয়া (রা.) সম্পর্কে অপমানজনক মন্তব্য প্রকাশিত হয়, যা ধর্মপ্রাণ জনগণের দৃষ্টিগোচর হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এর আগেও উমায়রার পোস্টে ইসলামি রীতিনীতি, হিজাব প্রথা, মাদ্রাসা শিক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কটূক্তি করা হয়—এমন একাধিক অভিযোগ এসেছে।
মন্তব্য ঘিরে জনরোষ
তার পোস্টে অধিকাংশ সাধারণ ব্যবহারকারী প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয় ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করা হয়।
রাজনৈতিক সংশ্লিষ্টতা?
উমায়রার ফেসবুক টাইমলাইনে দেখা গেছে, তিনি পতিত সরকারের কিছু নেতার সঙ্গে একাধিক ছবিতে । যদিও এসব ছবি তাঁর রাজনৈতিক অবস্থান প্রমাণ করে না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, তাঁর প্রকাশ্য অবস্থানই তাকে দীর্ঘদিন ধরে আইনগত জবাবদিহির বাইরে রেখেছিল।
আইডির বর্তমান অবস্থা
শনিবার রাত থেকে তার ফেসবুক প্রোফাইল নিষ্ক্রিয় বা প্রাইভেট অবস্থায় রয়েছে। অনেকে ধারণা করছেন, তাকে আটকের পর অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করা হয়েছে কিংবা কর্তৃপক্ষের অনুরোধে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।