Home আন্তর্জাতিক আটলান্টিকে ২০ মিনিট লড়াই: বাবার সাহস বাঁচাল মেয়েকে

আটলান্টিকে ২০ মিনিট লড়াই: বাবার সাহস বাঁচাল মেয়েকে

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো “ডিজনি ড্রিম” নামের একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ। রোববার ফ্লোরিডা থেকে বাহামাসের পথে থাকা অবস্থায় এক শিশুকন্যা জাহাজের ৪র্থ তলা থেকে সাগরে পড়ে গেলে, তার সাহসী পিতা বিন্দুমাত্র দেরি না করে ঝাঁপ দেন তার পেছনে। অবশেষে প্রায় ২০ মিনিট সাগরে ভেসে থাকার পর দুজনকেই উদ্ধার করা হয়।

ঘটনার সময় জাহাজের অন্দর থেকে জোরে ঘোষণা শোনা যায়: “Mr MOB… port side”, যার মানে “মানুষ সাগরে পড়েছে – বাম পাশে।” সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

ক্রুজের যাত্রী কেভিন ফুরুতা ফেসবুকে লিখেছেন, “একটি মেয়ে সাগরে পড়ে গিয়েছিল, তার বাবাও সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন।” আরেক যাত্রী ডিওয়েন স্মিথ জানান, “অনেকেই দোয়া করছিলেন, এবং শেষ পর্যন্ত শিশুটি ও তার বাবাকে নিরাপদে উদ্ধার করা হয়।”

জাহাজের নিরাপত্তা কর্মীরা দ্রুত প্রতিক্রিয়া দেখান। একটি উজ্জ্বল হলুদ রঙের উদ্ধার নৌকা পানিতে নামিয়ে দেওয়া হয় এবং নির্ধারিত স্থানের দিকে ধাবিত হয়। ততক্ষণে বাবা-মেয়ে সাগরের স্রোতে জাহাজ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শিশুটি আনুমানিক ৫ বছরের। বাবা কন্যাকে কোলের মধ্যে ধরে প্রায় ২০ মিনিট পানিতে ভেসে ছিলেন। উদ্ধারকারী নৌকা এসে দুজনকে নিরাপদে তুলতে সক্ষম হয়।

ডিজনি ক্রুজ লাইন এক বিবৃতিতে জানায়, “আমাদের কর্মীরা দ্রুত ও দক্ষতার সঙ্গে দুই অতিথিকে পানির মধ্যে থেকে উদ্ধার করেছেন। এ ধরনের ঘটনা আমাদের সুরক্ষা প্রক্রিয়ার কার্যকারিতা প্রমাণ করে।”

তবে, কীভাবে শিশুটি জাহাজ থেকে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাহাজে থাকা বহু যাত্রী এই ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, “আসলে এমন মুহূর্তে একজন পিতার সাহসিকতাই প্রমাণ করে, সন্তানকে বাঁচাতে মানুষ কতদূর যেতে পারে।”