Home ক্যারিয়ার সিডিসি প্রদানের পরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন

সিডিসি প্রদানের পরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ভিসা সমস্যার সমাধান, বেকার ক্যাডেট ও রেটিংদের জন্য চাকরির নিশ্চয়তা এবং ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি।

বুধবারের এ মানববন্ধনের আয়োজন করেন ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ও সমুদ্রসেবার সঙ্গে জড়িত পেশাজীবীরা বক্তব্য রাখেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “ভিসা জটিলতার কারণে শত শত মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার ও রেটিং দুবাইয়ের শিপিং কোম্পানিতে সাইন অন ও সাইন অফ করতে পারছেন না। এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ রেমিট্যান্স হারাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফিলিপাইন ও ভারতীয় নাবিকদের মতো বাংলাদেশি নাবিকদের জন্যও ইউরোপ, আমেরিকা ও আরব দেশে OK2 বোর্ড ভিসা ব্যবস্থা চালু করতে হবে।”

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক বলেন, “বেকার ক্যাডেট ও রেটিংদের কর্মসংস্থানের জন্য দেশের পতাকাবাহী জাহাজে তাদের সংখ্যা দ্বিগুণ করতে হবে। আর ডিপ্লোমাধারীদের সিডিসি দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।”

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে যেখানে শিপিং কোম্পানির আধিক্য রয়েছে, সেখানে একজন করে মেরিটাইম কাউন্সেলর নিয়োগ দেওয়া উচিত। এরা প্রবাসে বাংলাদেশি নাবিকদের স্বার্থরক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, “সরকার নাবিক তৈরির জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন চাকরির বাজার তৈরি করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।”

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, এনসিপি নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী, মেরিন ক্যাপ্টেন আতিক, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ক্যাপ্টেন সাজ্জাদ, ইঞ্জিনিয়ার জিলানী, চিফ অফিসার কায়কোবাদ, ইঞ্জিনিয়ার সাইফুল, শেরশাহ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখও মানববন্ধনে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠার কিছুদিন পর বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে ৩৯টি জাহাজ ও ট্যাঙ্কার থাকলেও বর্তমানে আছে মাত্র ৫টি। তারা বলেন, “সরকার যদি ১০০টি জাহাজ ক্রয় করে, তবে বিদেশি জাহাজ ভাড়া ছাড়াই বাংলাদেশ পণ্য আমদানি করতে পারবে এবং বছরে রিজার্ভ বাড়বে ১০০ বিলিয়ন ডলার। সেইসঙ্গে ২০ হাজার নাবিকের পরিবার জীবিকার নিশ্চয়তা পাবে।”

এছাড়া তারা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাড়ানোর জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি জানান।