Home আন্তর্জাতিক লিভারপুল তারকা দিয়েগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত

লিভারপুল তারকা দিয়েগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত

স্পোর্টস ডেস্ক:

লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়েগো জোতা (২৮) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামোরা অঞ্চলের সারনাদিলা এলাকায় গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত হয়েছেন তার ছোট ভাই অ্যান্ড্রে সিলভাও।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তারা একটি ল্যাম্বরগিনি গাড়িতে ছিলেন। হাইওয়েতে চলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই নিহত হন তারা। পুলিশের ধারণা, গাড়ির টায়ার বিস্ফোরণ থেকে দুর্ঘটনাটি ঘটে।

জোতা ২০২০ সালে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেন। এরপর ১৮২টি ম্যাচে মাঠে নেমে ৬৫টি গোল করেন। পর্তুগালের জার্সি গায়ে তিনি ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ছিলেন পর্তুগালের সাম্প্রতিক ইউরো স্কোয়াডেও। তার আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মাত্র পাঁচ দিন আগে, ২৮ জুন তিনি পর্তুগালের পোর্তো শহরে দীর্ঘদিনের সঙ্গী রুতে কার্ডোসোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। এর আগেই তারা একসঙ্গে বসবাস করছিলেন এবং এই সম্পর্ক থেকেই তাদের তিনটি সন্তান রয়েছে।

জোতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লিভারপুল ক্লাব, পর্তুগাল ফুটবল ফেডারেশন ও দেশটির প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে বলা হয়, “দুইজন প্রতিভাবান তরুণকে হারিয়ে ফুটবল বিশ্ব গভীর শোকে আচ্ছন্ন। তাদের অবদান কখনও ভোলা যাবে না।”

এই দুর্ঘটনার পর স্পেনে সড়ক নিরাপত্তা, উচ্চ গতির গাড়ি চালনা ও তরুণ তারকাদের জীবনযাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওপর্টোতে জন্ম নেওয়া জোতা গন্ডোমার ক্লাবে খেলা শুরু করেন, পরে পাসোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের নজরে আসেন। যদিও অ্যাটলেটিকোর হয়ে মাঠে নামা হয়নি তাঁর, ধার দেওয়া হয় ওর শহরের ক্লাব পোর্তো ও ইংলিশ ক্লাব ওলভারহ্যাম্পটনে। পরে ওলভস তাঁকে স্থায়ীভাবে দলে নেয়।

একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় ও নিবেদিত পারিবারিক মানুষ হিসেবে জোতা ফুটবলবিশ্বে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। তাঁর অকালমৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

সংক্ষিপ্ত তথ্য:

  • নাম: দিয়েগো জোতা
  • বয়স: ২৮ বছর
  • ক্লাব: লিভারপুল
  • জাতীয় দল: পর্তুগাল
  • মৃত্যু: ৩ জুলাই ২০২৫, স্পেন
  • দুর্ঘটনা: গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যাওয়া
  • নিহত আরও: ছোট ভাই অ্যান্ড্রে সিলভা
  • বৈবাহিক অবস্থা: রুতে কার্ডোসোর সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে ২৮ জুন
  • সন্তান: তিনটি

শেয়ার করুন:
আপনার প্রিয় খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবেদনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
📲 লাইক দিন, মতামত জানান এবং স্মরণে রাখুন দিয়েগো জোতা।