বিনোদন ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়া–তে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের নজর কেড়েছে অনেক আগেই। কিন্তু এখন সেই রসায়ন কি বাস্তবেও রূপ নিচ্ছে? অভিনেত্রী দীপ্সিতা মিত্র ও অভিনেতা কৌশিক চক্রবর্তীর ঘনিষ্ঠতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়।
শ্যুটিং চলাকালীন একাধিকবার তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে, এমনকি শুটিংয়ের বাইরেও পার্সোনাল আড্ডা ও ঘনিষ্ঠতা নিয়ে ছবিও প্রকাশ্যে এসেছে। একটি সূত্র জানায়, “প্রথমদিকে ওরা সহকর্মীর মতো মিশছিল। তবে গত তিন মাসে কৌশিক-দীপ্সিতার সম্পর্ক একেবারেই বদলে গেছে। প্রায়ই একসঙ্গে ক্যাফে বা রেস্টুরেন্টে দেখা যায়।”
এই সম্পর্কের বিষয়ে এখনো পর্যন্ত দীপ্সিতা বা কৌশিক কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে দুজনেরই সাম্প্রতিক সোশ্যাল পোস্ট, বিশেষ করে আবেগঘন ক্যাপশন ও ছায়াময় ছবির ভাষা ঘিরে আরও প্রশ্ন উঠছে।
দীপ্সিতার ঘনিষ্ঠ এক সহকর্মী বলেন, “ও দুজন খুব ভালো বন্ধু, তবে একে প্রেম বলা যায় কি না, সেটা ওরাই ভালো বলতে পারবে।” অন্যদিকে ধারাবাহিকের একটি সূত্র জানায়, “স্ক্রিপ্ট অনুযায়ী অনেক ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে হয়েছে। ওখান থেকেই একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।”
তবে এই সম্পর্ক নিয়ে শুধু কৌতূহল নয়, কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। কারণ, কৌশিক ব্যক্তিগত জীবনে বিবাহিত, যদিও তিনি স্ত্রী থেকে কিছুটা বিচ্ছিন্ন রয়েছেন বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে দীপ্সিতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা অনেকের কাছেই প্রশ্ন তুলছে।
যদিও কেউ এখনই মুখ খুলতে চাচ্ছেন না, তবুও টলিপাড়ার একাংশ বলছে, “এ রকম সম্পর্কের গুজব অনেক সময়ই অমূলক হয়, আবার অনেক সময় পরিণতিও পায়। সময়ই বলে দেবে এটা কোন পথে যাবে।”










