Home বিনোদন নয় বছর পর দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’র গানে আগুন

নয় বছর পর দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’র গানে আগুন

দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক: ‘ধূমকেতু’ যেন সত্যিই এক সময়ভ্রমণের গল্প হয়ে উঠেছে। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় আটকে যাওয়া এই ছবিটি এবার অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলেছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে আবার এক ফ্রেমে দেখতে মুখিয়ে সিনেপ্রেমীরা।

ছবির প্রথম গানের টিজার ‘গানে গানে’ এখন ভক্তদের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিয়েছে। মাত্র ২৩ সেকেন্ডের সেই ঝলকেই ধরা পড়েছে দেব-শুভশ্রীর পর্দার রসায়ন। সাইকেল হাতে শুভশ্রী আর পাশে হেঁটে চলেছেন দেব—সেই দৃশ্য যেন রোম্যান্সের অনুপম প্রতীক। টিজারে উঠে এসেছে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও অনুপম রায়ের কণ্ঠও। এক ঝলকে বোঝা যায়, গানটি শুধু সুরেই নয়, অনুভবেও হৃদয় ছুঁয়ে যাবে।

আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহুপ্রতীক্ষিত এই ছবি। ফলে প্রথম গানের টিজার প্রকাশের পর থেকেই মূল গান ও ছবির জন্য ভক্তদের অপেক্ষা আরও বেড়ে গেছে। এর আগেও মুক্তি পেয়েছিল ছবির অফিসিয়াল টিজার, যেখানে ঠোঁটে ঠোঁট রেখে দেব-শুভশ্রীর এক মুহূর্ত দেখে রীতিমতো আলোড়ন উঠেছিল দর্শকমহলে।

‘ধূমকেতু’ কেবল একটি সিনেমা নয়, এটি একটি সময়ের দলিল। দীর্ঘদিন পর একটি পুরনো সৃষ্টি নতুন আলোয় আসতে চলেছে, এবং সেই সঙ্গে স্মৃতি ফিরিয়ে আনছে দেব-শুভশ্রীর সোনালি পর্দার জুটিকে ঘিরে তৈরি হওয়া আবেগ ও উন্মাদনার। এটি সেই সময়ের কথা যখন দেব প্রযোজক হিসেবে প্রথম পদক্ষেপ রাখার পরিকল্পনায় ছিলেন, এবং ‘ধূমকেতু’ হতে পারত তাঁর হাতেখড়ির মাধ্যম। যদিও সেটি বাস্তবায়িত হয়নি, তবু ছবির জন্য দর্শকদের ভালোবাসা এক বিন্দুও কমেনি।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন দেব ও রানা সরকার। ছবির প্রতিটি অংশেই রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছকভাঙা ভাবনার ছাপ। আর এখন, পুরনো আবেগের সেই জোয়ারে নতুন করে ভেসে চলেছেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার প্রকাশের পর থেকেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

দর্শকদের প্রতিক্রিয়া বলছে, ‘ধূমকেতু’ মুক্তির দিন যেন হয়ে উঠতে চলেছে এক বড়সড় সিনেমার উৎসব।


👉 আপনারা কি অপেক্ষা করছেন দেব-শুভশ্রীর এই ‘টাইম ট্রাভেল’ ছবির জন্য?
লাইক, শেয়ার ও মতামত দিন।
#ধূমকেতু #দেবশুভশ্রী #টালিউড