Home ধর্ম ও জীবন আজ হিজরি ১৪৪৭-এর প্রথম জুমা: আশুরার আলোয় আত্মজিজ্ঞাসার দিন

আজ হিজরি ১৪৪৭-এর প্রথম জুমা: আশুরার আলোয় আত্মজিজ্ঞাসার দিন

মওলানা মোহাম্মদ কাউসার: আজ পবিত্র জুমার দিন। একইসাথে আজ শুরু হয়েছে হিজরি নববর্ষ ১৪৪৭-এর প্রথম শুক্রবার। এ দিনটি মুসলমানদের কাছে দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। কারণ, একদিকে এটি সাপ্তাহিক ইবাদতের শ্রেষ্ঠতম দিন -জুমা, অন্যদিকে মহরম মাসের প্রথম জুমা হিসেবে স্মরণ করিয়ে দেয় ইসলামি ইতিহাসের বেদনার এক অনন্য অধ্যায়-কারবালার ট্র্যাজেডি।

মহরম মাসটি ইসলামের পবিত্র চার মাসের অন্যতম। আর এ মাসের দশম দিন, অর্থাৎ আশুরা, মুসলিম ইতিহাসে রচিত হয়েছিল এক বেদনাবিধুর অধ্যায়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের নিষ্পাপ সদস্যদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতিতে শহীদ হওয়ার এই ঘটনা ইসলামের চেতনায় চিরকাল জ্বলন্ত বাতিঘরের মতো অবস্থান করে। সেই বেদনার স্মৃতি এবার রবিবার, আশুরার দিনে, আমাদের মনে নতুন করে নাড়া দেবে।

আজকের জুমা সেই আশুরার পূর্বসূচনা হিসেবে আত্মজিজ্ঞাসার উপলক্ষ এনে দেয়। কীভাবে হোসাইন (রা.) অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তা কেবল ইতিহাস নয়, এটি এক অনন্ত শিক্ষা। আজকের জুমা সেই শিক্ষাকে জীবনের পথে কার্যকর করার অঙ্গীকার নেওয়ার দিন।

ইসলাম শুধু রীতিনীতির ধর্ম নয়, এটি ন্যায়, ত্যাগ ও আত্মশুদ্ধির আহ্বান। হিজরি নববর্ষের প্রথম জুমা মুসলমানদের স্মরণ করিয়ে দেয়, নতুন বছরের যাত্রা যেন হয় সত্য, ন্যায়ের পক্ষে, আত্মনিরীক্ষার পথে।

পবিত্র জুমার খুতবা থেকে আজ মুসল্লিরা আহ্বান পাবেন নৈতিকতা, মানবতা ও সমাজে সুবিচার প্রতিষ্ঠার। একইসাথে আশুরার প্রস্তুতির মধ্য দিয়ে হৃদয়ে জেগে উঠুক কারবালার বার্তা ত্যাগ, ধৈর্য ও ন্যায়ের অপরিমেয় সাহস।

এই সময়টুকু যেন আমাদের কেবল শোকের আবরণে না ঢেকে ফেলে, বরং হোসাইনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি-এই হোক হিজরি ১৪৪৭-এর সূচনা বার্তা।


হিজরি ১৪৪৭ সালের প্রথম জুমার দিন আজ। সামনে আসছে আশুরা, কারবালার বেদনা। এই দিন মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে অঙ্গীকারের সময়।


এই প্রতিবেদনটি শেয়ার করে দিনটির তাৎপর্য ছড়িয়ে দিন আপনজনদের মাঝে। মন্তব্যে জানান, আশুরা আপনাকে কী শিক্ষা দেয়।