বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণহত্যা করেছে, আমরা তাদের বিচার করবো।’ তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
শনিবার (৫ জুলাই) বগুড়ার পর্যটন মোটেলে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বিচার ও সংস্কারের আগেই নির্বাচন হতে পারে না। বিচার দেরি হতে পারে, কিন্তু শুরু তো করতেই হবে। বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে। আর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বিচারকে ছুঁতে পারবে না।’
তিনি শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আত্মত্যাগ অমূল্য। আপনারা যাদের হারিয়েছেন, তাদের আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু তারা দেশের স্বাধীনতা, মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন।’
আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফেরাউন যেমন চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি, স্বৈরশাসকেরও পতন হয়। এবারও সেই পতন হয়েছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের আরও সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
বিগত এক বছরে শহীদ পরিবারের সঙ্গে ঠিকমতো যোগাযোগ না রাখতে পারায় দুঃখপ্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা হয়তো আপনাদের পাশে থাকতে পারিনি, কিন্তু এখন থেকে আজীবন আপনাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করবো।’
জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ পরিবারের জন্য রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এটা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের সরকারগুলোরও দায়িত্ব। এই দাবিতে আমরা পদযাত্রা করছি। ঘোষণাপত্রে শহীদদের কথা, পরিবারের কথা ও বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা থাকবে, যা আমরা সংবিধানে যুক্ত করার দাবি জানাচ্ছি।’