Home First Lead ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে দেশের ব্যাংকিং খাতে মারাত্মক তারল্য সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, এই বিষয়ে সরকারকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কারণ এতে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “মুনাফা বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেও তারল্যের বিষয় আছে। তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংকগুলো কোথা থেকে টাকা পাবে?”

তিনি আরও জানান, দেশের ব্যাংকিং খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান বর্তমানে চাপে রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নিচ্ছে। “ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে,” বলেও উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে তিনি বলেন, “ব্যাংক রেজুলেশন অ্যাক্ট” তৈরি করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকের অর্থ ফেরতের নিশ্চয়তা দেওয়া হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ স্বীকার করেন, ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেকেই অবৈধভাবে টাকা নিয়ে পালিয়ে গেছে, যা পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়।

এ সময় এনবিআরের বর্তমান অস্থিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে আলোচনা চলছে। পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে।”

মতবিনিময় সভা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।