বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাউজান ( চট্টগ্রাম ): চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে মো. সেলিম (৪২) নামে এক যুবদল কর্মীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের এলাকায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা।
সেলিম ছিলেন রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার বাসিন্দা। রাজনৈতিক পরিচয়ের দিক থেকে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী এবং দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম দুপুরের দিকে পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি যখন বাড়ির কাছাকাছি পৌঁছান, ঠিক তখনই একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন মুখ ঢাকা দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা বোরকা পরে ছিল এবং গাড়ি থেকে নেমেই সেলিমের মাথায় খুব কাছ থেকে গুলি ছোড়ে। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয় বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত সেলিমের রাজনৈতিক পরিচিতি থাকায় অনেকেই এটিকে পরিকল্পিত ও টার্গেট কিলিং বলে মনে করছেন। বিএনপিপন্থী নেতাকর্মীদের অনেকে ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত বিচার দাবি করেন।
স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মতে, রাউজানে রাজনৈতিক বিরোধ নতুন নয়। তবে দিনদুপুরে এমন ঠাণ্ডা মাথায় হত্যা নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।