Home First Lead ট্রাম্পের চিঠি চূড়ান্ত নয়, সমাধান আলোচনা নির্ভর: অর্থ উপদেষ্টা

ট্রাম্পের চিঠি চূড়ান্ত নয়, সমাধান আলোচনা নির্ভর: অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠি সত্ত্বেও বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি এখনই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত একান্ত আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে। বাণিজ্য সচিবও আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তারা ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর-এর সঙ্গে বৈঠকে বসবেন। এই ওয়ান টু ওয়ান আলোচনার মাধ্যমেই বাংলাদেশ ভালো ফলাফল পাওয়ার প্রত্যাশা করছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এই বৈঠক যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা, যা বাংলাদেশ সময় ৯ জুলাই ভোরে অনুষ্ঠিত হবে। এরপরই শুল্ক ইস্যুতে অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, ট্রাম্প এই ধরনের চিঠি বিশ্বের প্রায় ১৪টি দেশের কাছে পাঠিয়েছেন। তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় সব আলোচনার পথেই অগ্রসর হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা অবশ্যই বৈঠকে ভালো ফলাফলের প্রত্যাশা করছি। যাই হোক না কেন, আমরা আমাদের পরবর্তী কৌশল ঠিক করব।”

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক আলোচনার বিষয়ে তিনি বলেন, “সর্বশেষ বৈঠকটি ইতিবাচক ছিল।” তিনি ভিয়েতনামের উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনামের ওপর ২৬ শতাংশ শুল্ক কমিয়েছে। অথচ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার, যেখানে ভিয়েতনামের ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার।

এপ্রসঙ্গে অর্থ উপদেষ্টা প্রশ্ন রাখেন, “ভিয়েতনামকে যখন ছাড় দেওয়া যায়, তখন বাংলাদেশের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র উদারতা দেখাতে পারে।”