Home রাজনীতি আবরারের কবর থেকে ‘আজাদি’র লড়াই: কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রা শুরু

আবরারের কবর থেকে ‘আজাদি’র লড়াই: কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রা শুরু

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: ‘গোলামী নয়, আমরা আজাদি চাই’—এই স্লোগানকে সামনে রেখে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাইয়ের পদযাত্রার কুষ্টিয়া পর্ব শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবরারের উত্তরসূরি। তিনি যে বাংলাদেশ চেয়েছিলেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে আছি।’

এরপর আলাউদ্দিন মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ নিয়ে পদযাত্রা শুরু হয়। শহরের বড়বাজার হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয় মূল পথসভায়।

নাহিদ ইসলাম বলেন, ‘আবরার ফাহাদ আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। তার রক্ত বৃথা যায়নি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজও গর্জে উঠছে সেই স্লোগান—‘দিল্লি না ঢাকা’। যারা বাংলাদেশকে গোলামীতে বাধতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে আছি।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যদি কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে আধিপত্যবাদের গোলামিতে লিপ্ত হয়, তবে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবে।’

ছবি সংগৃহীত

আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় তার বাবা বরকতউল্লাহ ও মা রোকেয়া বেগম সেখানে উপস্থিত ছিলেন। এনসিপি নেতারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং জানান, আবরারের আদর্শই তাদের রাজনৈতিক পথচলার ভিত্তি।

উল্লেখ্য, ১ জুলাই রংপুর থেকে শুরু হওয়া এই জাতীয় পদযাত্রা এখন দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। প্রতিটি পর্বে শহীদদের স্মরণ, পথসভা ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে জনমত সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই পদযাত্রা ব্যক্তিগত কোনো উদ্যোগ নয়, এটি জাতির প্রয়োজনে সংগঠিত আন্দোলন। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আর কোনো আবরার নির্যাতনের শিকার হবে না, যেখানে রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক ও নীতিগত স্বাধীনতাও নিশ্চিত হবে।’