Home তথ্য প্রযুক্তি রিল বানাতে গিয়ে রেলের চাকার নিচে: শিশু কিশোরদের বেপরোয়া ঝুঁকি

রিল বানাতে গিয়ে রেলের চাকার নিচে: শিশু কিশোরদের বেপরোয়া ঝুঁকি

বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতের ওড়িশায় রেললাইনের ওপর শুয়ে থেকে ট্রেন যাওয়ার সময় ভিডিও ধারণ করেছিল এক কিশোর। সেই ভিডিও ভাইরাল করার উদ্দেশ্যে এমন বিপজ্জনক স্টান্ট করার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর রেলওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসন শিশুদের এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সচেতনতামূলক অভিযান শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার বৌধ জেলার তালুপালি গ্রামের কাছে পুরুণাপানি রেলস্টেশনের অদূরে। পুলিশ সূত্রে জানা গেছে, ১২ বছর বয়সী ওই কিশোর তার দুই বন্ধুর সঙ্গে রেললাইনের পাশে ঘুরতে গিয়ে এমন পরিকল্পনা করে। এক বন্ধু ভিডিও ধারণ করে, আর অন্য বন্ধু সতর্ক থাকার দায়িত্বে ছিল।

ভিডিওতে দেখা যায়, কিশোরটি রেললাইনে শুয়ে পড়ে। মুহূর্তেই একটি দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন তার ওপর দিয়ে চলে যায়। ট্রেন চলে যাওয়ার পর সে উঠে দাঁড়ায় এবং তার বন্ধুরা উল্লাস প্রকাশ করে। পরে সেই ভিডিও তারা সামাজিক মাধ্যমে ছড়াতে চেয়েছিল।

স্থানীয় মানুষ ও রেল কর্তৃপক্ষ ভিডিওটি নজরে আসার পর রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ঘটনাটির তদন্তে নামে। আরপিএফের এক কর্মকর্তা বলেন, “এটি একটি চরমভাবে ঝুঁকিপূর্ণ ও আত্মঘাতী কাজ। এর ফলে শুধু একজনের জীবন নয়, ট্রেনচালক ও যাত্রীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে।”

পরে তিন কিশোরকেই শনাক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের অভিভাবকদের ডেকে এনে শর্তসাপেক্ষে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া স্থানীয় স্কুল ও গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে পুলিশ ও প্রশাসন।

স্থানীয় এক সমাজকর্মী বলেন, “সামাজিক মাধ্যমের নামে আজকাল শিশুরা এমন সব বিপজ্জনক পথে হাঁটছে, যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। এই ঘটনা পুরো সমাজকে ভাবতে বাধ্য করেছে।”

এ ঘটনায় কেউ আহত হয়নি, তবে প্রশাসনের দাবি, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন আর না ঘটে, সেজন্য অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। শিশুদের নিরাপত্তা এবং সঠিক দিকনির্দেশনার অভাবেই এমন আত্মঘাতী সাহসিকতা দেখা যাচ্ছে বলে মত বিশ্লেষকদের।