Home আইন-আদালত বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে প্রতারণা, সিআইডির জালে বিএসবি চেয়ারম্যান

বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে প্রতারণা, সিআইডির জালে বিএসবি চেয়ারম্যান

এম কে খায়রুল বাশার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার দুপুরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এই অর্থ বৈধভাবে প্রেরণের বদলে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। প্রতিষ্ঠানটি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে ভুয়া অফার লেটার সরবরাহ করত।

২০২৩ সালের ১৭ অক্টোবর ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রথম গণমাধ্যমে অভিযোগ তুলে ধরেন। এক লিখিত বক্তব্যে শিক্ষার্থী রুমন আলী লস্কর জানান, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে গড়ে ২০ লাখ টাকা নেয়। মোট ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর সংখ্যা হাজারের বেশি এবং মোট আত্মসাতের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা বলে অভিযোগ করা হয়।

অভিযোগ আরও উঠে আসে, প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চ্যানেল ব্যবহার না করে অর্থ সংগ্রহ করে মানিলন্ডারিং আইন লঙ্ঘন করেছে। ভুয়া অফার লেটার তৈরি করে শিক্ষার্থীদের বিদেশ পাঠানোর নামে প্রতারণা করা হয়।

ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠার পর, ২০২৪ সালের ২৭ আগস্ট বাশার ও পাওনাদারদের একটি প্রতিনিধি দলের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তিন কিস্তিতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, ২৩ সেপ্টেম্বর প্রথম কিস্তি দেওয়ার দিন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা দিতে ব্যর্থ হয়। উল্টো সেদিন শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, যাতে অনেকেই আহত হন। ঘটনার বিষয়ে গুলশান থানাও অবগত রয়েছে।

সিআইডির একটি সূত্র জানায়, গ্রেফতার খায়রুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে । এ ঘটনায় মানিলন্ডারিং ও প্রতারণা আইনে মামলা প্রক্রিয়াধীন।