বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সোমবার (১৪ জুলাই ২০২৫) সিলেট নগরীতে বিক্ষোভ ও শোডাউনের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরের দিকে নগরীর কেন্দ্রীয় পয়েন্ট চৌহাট্টা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ বিশাল মিছিল বের করে। এতে সিলেট মহানগর ও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি চৌহাট্টা থেকে শুরু হয়ে কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার, কোর্ট পয়েন্ট হয়ে আবার চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
মিছিল থেকে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে সরব অবস্থান নেয় ছাত্রদল। তারা মিছিল থেকে স্লোগান দেয়—
“জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”,
“শিবিরের ঠাঁই নাই, বাংলার মাটিতে”,
“খালেদা জিয়ার মুক্তি চাই, জামায়াত-শিবির চাই না”
ইত্যাদি।
ছাত্রদলের নেতারা বলেন, তারা বিএনপির মূলনীতি ও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছাত্রদল কখনোই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত-শিবিরের সঙ্গে ঐক্য চায় না। গত কয়েক মাসে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে জামায়াত যেভাবে ছায়া দিয়ে দখল করতে চেয়েছে, তা নিয়ে ছাত্রদলের অভ্যন্তরে অসন্তোষ ছিল। আজকের শোডাউন ও শ্লোগান সেই অবস্থানের প্রকাশ।
এ সময় একাধিক ছাত্রদল নেতা অভিযোগ করেন, জামায়াত-শিবির বিভিন্ন সময় আন্দোলনের সুযোগে মাঠ দখলের চেষ্টা করছে, অথচ তারা ২০১৩-১৪ সালে সহিংস রাজনীতির দায়ে আজও জনবিচ্ছিন্ন। ছাত্রদলের দাবি, তারা চায় বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপস না করে আগাবে।
এদিকে শোডাউন ঘিরে নগরীতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়, মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।