Home Second Lead গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে রক্তাক্ত সংঘর্ষ, চারজন নিহত

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে রক্তাক্ত সংঘর্ষ, চারজন নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গোপালগঞ্জ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও সহিংসতায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের পৌর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন—গোপালগঞ্জ শহরের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার ইমন (২৪)। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস জানান, বিকেলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়, তাঁরা তখনই মারা যান। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে।

নিহত দীপ্ত সাহার চাচা জানান, দীপ্ত দুপুরে দোকানে যাওয়ার পথে চৌরঙ্গী মোড়ে গুলিবিদ্ধ হন। নিহত রমজানের বাবা কামরুল কাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটা তো কিছু করেনি। আমি আমার সন্তানকে কোথায় পাব?’ নিহত সোহেল মোল্লা ছিলেন শহরের কেরামত আলী প্লাজার মোবাইল ব্যবসায়ী।

হাসপাতালে এখনো গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন অন্তত ৯ জনের অস্ত্রোপচার চলছে। ঘটনার পর পুলিশের গাড়ি, ইউএনওর গাড়িতে হামলা এবং সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। সেনাবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা নেয়নি। তাঁর দাবি, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সমাবেশের জন্য অনুমতি দেওয়া হলেও আচমকা পরিস্থিতি পাল্টে যায়।

বেলা পৌনে ২টার দিকে সমাবেশ শুরুর আগেই ২০০–৩০০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। এতে এনসিপি নেতা-কর্মীরা ও পুলিশের কয়েকজন সদস্য নিরাপদ স্থানে সরে যান। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে। পরবর্তীতে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে ঘটনার পর পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সহিংসতা ছড়িয়ে পড়ার পর পুরো গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়।