Home সারাদেশ সুনামগঞ্জে প্রেমের ফাঁদে প্রবাসী যুবক, লিঙ্গ কর্তনের ঘটনায় চাঞ্চল্য

সুনামগঞ্জে প্রেমের ফাঁদে প্রবাসী যুবক, লিঙ্গ কর্তনের ঘটনায় চাঞ্চল্য

ছবি : এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সুনামগঞ্জ:  জামালগঞ্জ উপজেলায় প্রেমের প্রতারণা ও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসী যুবক। তার ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে তার যৌনাঙ্গ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর. মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর ডাউকেরকাড়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫)। তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই বুরহান উদ্দিন (৩৫) দীর্ঘ সাত বছর ধরে নিগার সুলতানা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। প্রবাসে অবস্থানকালে বুরহান ওই তরুণীর কাছে সময়ে সময়ে মোট সাত লাখ চুয়াত্তর হাজার টাকা পাঠান। দেশে ফিরে বিয়ে করতে চাইলে নিগার নানা অজুহাতে তা এড়িয়ে যান। পরে জানা যায়, নিগার জামালগঞ্জে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুন কবীরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৩ মে নিগার ও হুমায়ুন কৌশলে বুরহান উদ্দিনকে জামালগঞ্জ নতুনপাড়ার একটি বাসায় ডেকে আনেন। সেখানে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে ফেলা হয়। এরপর হাত-পা বেঁধে তার ওপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। শেষে ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলা হয় তার যৌনাঙ্গ। ভয়াবহ এই ঘটনার পর তাকে একটি ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

পরদিন গুরুতর অবস্থায় বুরহান উদ্দিনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাদী জসিম উদ্দিন বলেন, “এই ঘটনার পর আমার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছে। তার জীবনের স্বপ্ন চূর্ণ হয়ে গেছে। এমন অপরাধের বিচার না হলে প্রবাসে থাকা আরও অনেক যুবক প্রতারণা ও নির্যাতনের শিকার হবেন।”

এ বিষয়ে জামালগঞ্জ ব্র্যাক অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নিগার ও হুমায়ুন ছুটিতে রয়েছেন। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসেনি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”

এই ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাবাসীর দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।