বিনোদন ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খান ফের চোট পেয়েছেন। এবার তা ঘটেছে তাঁর প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং সেটে। জানা গেছে, সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তাঁর পেশিতে গুরুতর আঘাত লাগে, যার ফলে শুটিং তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে এক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
ঘটনাটি ঘটে মুম্বাইয়ের একটি ইনডোর শুটিং ফ্লোরে। সূত্র জানায়, শাহরুখ খান শারীরিকভাবে বেশ সক্রিয় ছিলেন এবং ‘কিং’ ছবির জন্য নিজেই অনেক স্টান্ট দৃশ্যে অংশ নিচ্ছিলেন। এমন এক দৃশ্য চলাকালীন তাঁর ডান কাঁধ ও পিঠে মারাত্মক টান পড়ে, যা সঙ্গে সঙ্গেই তাঁকে মেঝেতে ফেলে দেয়। শুটিং ইউনিট তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন এবং চিকিৎসককে ডেকে আনা হয়।
পরবর্তীতে তড়িঘড়ি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় তাঁকে উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, এই ধরণের পেশি আঘাত থেকে সেরে উঠতে সময় লাগবে এবং সার্জারি না লাগলেও পুরো একমাসের সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন হবে। এই সময়ের মধ্যে শাহরুখকে ভারি কোনো শরীরচর্চা বা অভিনয় থেকে বিরত থাকতে হবে।
এই পরিস্থিতিতে নির্মাতারা আপাতত ‘কিং’ সিনেমার শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ছবির সহ-প্রযোজক ও শাহরুখের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, “সাময়িকভাবে আমরা ছবির কাজ বন্ধ রাখছি। শাহরুখ স্যারের আরোগ্যই এখন প্রধান বিষয়। চিকিৎসকদের পরামর্শ ও তার স্বাস্থ্যের উন্নতি অনুযায়ী নতুন শিডিউল ঘোষণা করা হবে।”
‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তাঁর প্রথম স্ক্রিন শেয়ারিং প্রজেক্ট, যা একদিকে আবেগঘন পারিবারিক আবহ, অন্যদিকে অ্যাকশন-থ্রিলারের রূপে তৈরি হচ্ছে। ছবিটি নিয়ে শুরু থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। সেই ছবির কাজ এমন আকস্মিক বিরতির মুখে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তবে বলিউড বাদশার দীর্ঘ অভিজ্ঞতা ও চোয়ালবদ্ধ মানসিকতার কথা মাথায় রেখে ভক্তরা আশা করছেন, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে কাজে ফিরবেন।
ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ‘Get well soon SRK’ হ্যাশট্যাগে শুভকামনার ঢল নেমেছে।
👉 বলিউড তারকাদের আরও খবর জানতে ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম।










