Home Second Lead চকরিয়ায় এনসিপির সমাবেশ ঘিরে বিএনপির বিক্ষোভ, ভাঙচুর ও অবরোধ

চকরিয়ায় এনসিপির সমাবেশ ঘিরে বিএনপির বিক্ষোভ, ভাঙচুর ও অবরোধ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভার মঞ্চ ভাঙচুর করেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শনিবার (১৯ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে ট্রাকের ওপর নির্মিত মঞ্চে হামলা চালিয়ে তা ভেঙে ফেলা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, দুপুর থেকেই এনসিপির পক্ষ থেকে ট্রাকের ওপর মঞ্চ তৈরি করে মাইকিং চলছিল। বিকেল পৌনে চারটার দিকে লাঠিসোঁটা নিয়ে কিছু লোক এসে মঞ্চে হামলা চালায়। এনসিপির কর্মীদের সরিয়ে দেওয়া হয়। সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং ট্রাকের কাচ ভাঙচুর করা হয়।

ছবি সংগৃহীত

এনসিপির নেতাকর্মীরা দাবি করেছেন, ছাত্রদল ও বিএনপির কর্মীরা দলবদ্ধভাবে হামলা চালিয়ে সমাবেশের আয়োজন পণ্ড করে দেয়। এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে বিএনপির কর্মীরা আমাদের মঞ্চ গুঁড়িয়ে দিয়েছে।”

এনসিপির নেতা-কর্মীরা বলেন,  বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এম এম সুজা উদ্দিন সাংবাদিকদের বলেন, চকরিয়ায় আমাদের সমাবেশ ছিল। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা মঞ্চ ভাঙচুর করেছে। এ কারণে সেখানে সমাবেশ হয়নি। আমাদের নেতা-কর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি। আমাদের কেন্দ্রীয় নেতা-কর্মীদের নিয়ে নিরাপদে চকরিয়া ত্যাগ করেছি। তবে, আতঙ্কিত ছিলাম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কোন মঞ্চ ভাঙার ঘটনা ঘটেনি। একটা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে খবর পেয়ে সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। এনসিপির নেতারা চকরিয়ায় নামেননি, তারা চলে গেছেন।

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা বলেছেন, দুপুরে কক্সবাজার শহরের এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদেই তারা মাঠে নেমেছেন। চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী বলেন, “সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছে।”

সামাজিক মাধ্যমে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, “বিএনপির কর্মীরা আমাদের গাড়িবহর আটকে রেখেছে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এমন আচরণ ক্ষমতাসীন দলের মতো।”

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “এনসিপির নেতা নাহিদ ইসলামসহ একটি গাড়িবহর চকরিয়ায় কিছুক্ষণের জন্য আটকে পড়ে। আমরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের নিরাপদে জেলা পার করে দিয়েছি।”