বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, “সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। তাঁরা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। যাদের চিকিৎসা দেশের বাইরে নেওয়া প্রয়োজন, তাঁদের সিঙ্গাপুরে পাঠানো হবে। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে।”
উপদেষ্টা জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন বেশ কয়েকজনের শরীরের বৃহৎ অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকেরা তাঁদের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে পরিস্থিতি উদ্বেগজনক।
এদিকে বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বিমান দুর্ঘটনার পেছনে নানা কারণ থাকতে পারে। এটা পাইলটের ভুলও হতে পারে, আবার যান্ত্রিক ত্রুটিও হতে পারে। ব্ল্যাকবক্স বিশ্লেষণ ছাড়া চূড়ান্তভাবে কিছু বলা যাবে না।”
গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাঁদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহত ৭৮ জনের চিকিৎসা চলছে। দেশের ইতিহাসে ভয়াবহতম এ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে।
পুরোনো প্রশিক্ষণ বিমানের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, “বিমানের ফ্রেম পুরোনো হলেও ইঞ্জিন ও প্রযুক্তি সময়মতো আপডেট করা হয়। তবে এখন সময় এসেছে ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কোথায় এবং কীভাবে দেওয়া হবে, তা নতুন করে ভাবার।”
তিনি আরও বলেন, “সরকার হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। আমরা সবাই মর্মাহত। তবে ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ জরুরি।”