বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকে ঘুরতে যাওয়া অন্তত ৪ শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েছেন।
বুধবার রাতে প্রবল বর্ষণের ফলে বাঘাইহাট-সাজেক সড়কের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় বড় আকারের পাথর, মাটি ও গাছপালা সড়কের উপর পড়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে পুরো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সমন্বয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। বুলডোজার ও ভারী যন্ত্রপাতির সহায়তায় সড়ক পরিষ্কারের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সড়কটি যান চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, “তিনটি জায়গায় পাহাড় ধসে বড় বড় পাথর ও গাছপালা পড়ে আছে। স্থানীয়রা চেষ্টা করছেন, তবে এসব সরাতে ভারী যন্ত্রপাতি ছাড়া সম্ভব নয়।”
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “বুধবার রাতে টানা বৃষ্টির কারণে সড়কের কয়েক স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সাজেকে অবস্থানরত চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে খবর পেয়েছি। উদ্ধার কার্যক্রম চলছে এবং বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।”
এদিকে পর্যটকদের মধ্যে উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে পর্যাপ্ত খাবার ও বিদ্যুৎ সেবার ঘাটতির আশঙ্কাও প্রকাশ করছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।