Home Third Lead মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল রাকিবুলের

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল রাকিবুলের

দুর্ঘটনার পর এভাবে পড়েছিল মোটরসাইকেলটি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় একটি ট্রাকের ধাক্কায় রাকিবুল হাসান (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় তাঁর এক বন্ধু আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ মহল্লার বাসিন্দা শফিকুল ইসলাম শফির ছেলে। তিনি চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। পরিবার ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন মেধাবী ও ভদ্রস্বভাবের তরুণ।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, রাকিবুল ও তাঁর বন্ধু মোটরসাইকেলে করে উল্লাপাড়ার উধুনিয়া এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে ঘুরে বাড়ি ফেরার পথে মোহনপুর এলাকায় একটি বিপরীত দিক থেকে আসা ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাকিবুল ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তাঁর বন্ধু আহত হন।

দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে তরুণ শিক্ষার্থী রাকিবুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে। তার কলেজেও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকায় ট্রাক ও ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সড়ক নিরাপত্তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।