Home সারাদেশ রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা, তুলে দেওয়া হলো ক্রেস্ট ও সনদ

রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা, তুলে দেওয়া হলো ক্রেস্ট ও সনদ

মো. মাসুদ রানা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২২–২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ ৩৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় এ পুরস্কার প্রদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ২৪ জুলাই সকালে উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাজেট শাখার সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুল হক নুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুল রহমান আন্জুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক গৌরব চাকমা এবং গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার।

আলোচনা পর্বে অতিথিরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যবসায়ের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এরপর শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এই আয়োজনে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হয়েছে, তেমনি স্থানীয় শিক্ষাব্যবস্থার প্রতি প্রশাসনিক সদিচ্ছার প্রকাশ ঘটেছে।