বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম তৌফিক ওমর তানভীর। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর শাখার সংগঠক ও সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
তানভীর সিলেট নগরীর মোহাম্মদীয়া আবাসিক এলাকার বাসিন্দা এবং সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশীদের পুত্র। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তানভীর জানান, বৃহস্পতিবার রাতে তিনি মদিনা মার্কেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সে সময় হঠাৎ ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তাঁর অটোরিকশাটি ঘিরে ধরে, চালককে নামিয়ে দিয়ে তাঁর বাম উরুতে দু’বার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীদের মধ্যে কয়েকজনের নাম, পরিচয় ও ছবি পুলিশের কাছে দিয়েছেন। পুলিশ তাঁকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে। ঘটনার প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
হামলার তিন ঘণ্টার মধ্যে, রাত আড়াইটার দিকে, একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। আটককৃত মারুফ আহমেদ সিলেট নগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আনসার আলী। পুলিশের পক্ষ থেকে মারুফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই ঘটনার পর স্থানীয় ছাত্র-যুবক ও নাগরিক সমাজে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।