বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ঘুনসি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযানে তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে, যাদের একজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা।
শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক।
সংবাদ সম্মেলনে মেজর ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনা-পুলিশ যৌথ দল অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এছাড়া পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাবও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর (৫৪), কালাম মাতুব্বর (৫৩), মনু মাতুব্বর (৫০), লাকি বেগম (৪৫), পারুল বেগম (৪৫) এবং খাদিজা আক্তার (২৩)। এদের মধ্যে মিলন সব্যসাচী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ মুখপাত্র তুষার সব্যসাচীর পিতা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। অভিযানে আটক ব্যক্তিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নিয়মিতভাবে এমন অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মেজর ফয়সাল।
👉 চোখ রাখুন businesstoday24.com-এ প্রতিদিনের সর্বশেষ খবরের জন্য।