Home রাজনীতি সংস্কার ছাড়া নির্বাচন নয়: মৌলভীবাজারে নাহিদ ইসলাম

সংস্কার ছাড়া নির্বাচন নয়: মৌলভীবাজারে নাহিদ ইসলাম

মৌলভীবাজারে জুলাই পথযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি,মৌলভীবাজার: সংস্কার ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন হতে পারে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, বাহাত্তরের সংবিধান মূলত একটি মুজিববাদী সংবিধান, যা যুগোপযোগী নয়। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও শাসনব্যবস্থার টেকসই ভিত্তি গড়তে সেই সংবিধানে বাস্তবভিত্তিক সংস্কার প্রয়োজন।”

শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সরকারের নানা পদক্ষেপ ও প্রশাসনিক আচরণ নিয়েও সমালোচনা করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “হবিগঞ্জের বানিয়াচংয়ে যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, তার দায় একটি পরিকল্পিতভাবে অভ্যুত্থানকারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।” তিনি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং স্বাধীন তদন্তের দাবি জানান।

চা-উৎপাদন ঘিরে গড়ে ওঠা শ্রমিক জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে এনসিপি নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। আমরা শুধু শহর নয়, চা-বাগানের গভীর অংশেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।”

নাহিদ ইসলাম আরও বলেন, “এনসিপি দেশের সব জাতিসত্তার অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উন্নয়ন হতে হবে অংশীদারিত্বমূলক, একচেটিয়াভাবে নয়।”

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় জনসাধারণও সভায় অংশ নিয়ে নানান দাবি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

এর আগে সকালেই নাহিদ ইসলাম সিলেট শহরে এক বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে শহীদ পরিবারের সদস্যরা বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক অবহেলার বিষয়ে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেন। নাহিদ তাদের সঙ্গে সহমত পোষণ করে বিচারব্যবস্থায় সংস্কারের অঙ্গীকার করেন।

পথসভা শেষে এনসিপি নেতারা মৌলভীবাজার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।

সব গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন businesstoday24.com