Home সারাদেশ মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সন্তানদের রেখে চিরবিদায়, সুমনের পরিবারে শোক, এলাকাজুড়ে আতঙ্ক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকাল তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম ফজলে রাব্বি সুমন। বয়স ছাব্বিশ বছর। তিনি একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন এবং দুই সন্তানের বাবা ছিলেন। পরিবার নিয়ে থাকতেন সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায়। শুক্রবার সকালে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন মোহাম্মদপুরে বোনের বাসায়। সেখানেই ছিনতাইয়ের শিকার হন তিনি।

তানিয়া আক্তার জানান, সকাল এগারোটার দিকে ভাই সুমন তার বাসায় আসেন। তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে সুমন বাইরে হেঁটে বেড়াতে বের হন। কিছুক্ষণ পর খবর আসে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

তানিয়া জানান, এক যুবক সুমনের কাছে প্রথমে টাকা চায়, পরে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। সুমন মোবাইল দিতে না চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে তার ডান উরুতে ছুরি মেরে মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। প্রথমে সুমনকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি।

সুমনের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামে। তার বাবা বশির আহমেদ পেশায় রিকশাচালক। চার ভাইবোনের মধ্যে সুমন ছিলেন সবার বড়। স্ত্রী হয়েছেন নিস্তব্ধ, আর শিশু সন্তানেরা এখনো বুঝে উঠতে পারেনি কী ঘটে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীর ব্যস্ত জনবহুল এলাকায় দিনের বেলায় এভাবে ছিনতাইয়ের কবলে পড়ে এক তরুণের মৃত্যু সাধারণ নাগরিকদের মনে ভয়ের ছায়া ফেলেছে।

আরও খবর পেতে চোখ রাখুন businesstoday24.com-এ!