বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বাড্ডার একটি ফ্ল্যাট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের ফ্ল্যাট থেকে নগদ তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার নাখালপাড়ার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডায় এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। অভিযান শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “ফ্ল্যাটটি রিয়াদ নিজে ব্যবহার করতেন। প্রাথমিকভাবে আমরা মনে করছি, চাঁদাবাজির মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।”
এর আগেই চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসে রিয়াদের নাম। গত শনিবার গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা সাত দিনের রিমান্ডে রয়েছেন।
এদিকে, রিয়াদের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদ। তিনি বলেন, “গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০-১২ জন আমার অফিসে ঢুকে হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। তারা বলেছিল, ‘আপনি নিজে থানায় যাবেন, না আমরা নিয়ে যাব? টাকা দেবেন, না বাইরে যে ২০০ লোক আছে, তাদের জুতার বাড়ি খাবেন?’ এমন হুমকির মুখে আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।”
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নাখালপাড়ার বাসা থেকে যে চেক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু আগে থেকেই ইনফর্মড ছিলাম। তবে আজকের বাড্ডার টাকাগুলো হঠাৎ করেই উদ্ধার হলো। এসব অর্থ কোথা থেকে এসেছে, কীভাবে সংগৃহীত, তা নিশ্চিত হতে ব্যাংক অ্যাকাউন্টসহ রিয়াদের আর্থিক লেনদেন যাচাই করা হচ্ছে।”
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন সময় আলোচনায় আসেন আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ। বিভিন্ন দাবি ও আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতেন বলেও অভিযোগ উঠেছে। তবে সাম্প্রতিক চাঁদাবাজি ও ভয়ভীতির ঘটনায় তার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রিয়াদ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী নতুন মামলা ও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।