আনোয়ার আহমেদ, কুয়ালালামপুর: মালয়েশিয়ার মুয়ার জেলার পারিত সালাম এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি সাইক্লিস্ট নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে পারিত ইউসুফ থেকে বুকিত মোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুয়ার জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইস মুখলিস আজমান আজিজ শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জানান, “তিনজন বাংলাদেশি নাগরিক, যাদের বয়স ২১ বছর, তারা পারিত ইউসুফ থেকে বুকিত মোরের দিকে বিপরীতমুখী সাইকেল চালাচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দেয়।”
তিনি বলেন, সংঘর্ষের তীব্রতায় তিনজনই রাস্তার বাঁ পাশে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই একজন মারা যান এবং আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সুলতানা ফাতিমাহ বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৃতীয় ব্যক্তি ডান কব্জি ও কাঁধে মারাত্মক আঘাত পান এবং বর্তমানে তিনি একই হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় যে গাড়িটি আঘাত হানে, তার নম্বর বা ধরণ শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনায় মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ধারা ৪১(১) অনুযায়ী মামলা হয়েছে। এ ধারায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৫০,০০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
পুলিশ সকল চালককে সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে, বিশেষ করে রাতের অন্ধকারে বা কম আলোযুক্ত সড়কে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
যারা এ দুর্ঘটনার বিষয়ে কিছু জানেন বা দেখেছেন, তাদেরকে তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর খাইরুন ইজহাম নূর ইউসরি’র সঙ্গে ০১৩-৯১২১৫০৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে, অথবা সরাসরি মুয়ার ট্রাফিক পুলিশ স্টেশনে গিয়ে তথ্য দিতে বলা হয়েছে।