ঘুরতে এসেছি, পিটার হাসের সঙ্গে বৈঠক গুজব: নাসীরুদ্দীন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতার গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এই গুঞ্জনকে ‘গুজব ও প্রোপাগাণ্ডা’ বলে অস্বীকার করেছেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপির চার শীর্ষ নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা। পরে তারা কক্সবাজারের ইনানীতে অবস্থিত পাঁচতারকা মানের সি পার্ল হোটেলে ওঠেন।
সূত্র জানায়, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এই হোটেলেই অবস্থান করছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই সময় তার সঙ্গেই এনসিপি নেতারা বৈঠকে বসেন বলে গোয়েন্দা তথ্য দাবি করছে। বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা ও নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে মতবিনিময় হয়েছে।
তবে এসব তথ্যকে ভিত্তিহীন দাবি করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি। কেউ আমাদের ঘিরে মনগড়া গুজব ছড়াচ্ছে। আমরা হোটেলে উঠেই এমন খবর দেখে বিস্মিত হয়েছি।’
পিটার হাস বর্তমানে কোনো সরকারি দায়িত্বে না থাকলেও, তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের খবরে নানা প্রশ্ন উঠেছে। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। দলটি রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও এখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। সাম্প্রতিক সময়ে তারা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে অবস্থান নিয়ে আলোচনা তৈরি করেছে।
এদিকে এনসিপির শীর্ষ নেতারা মঙ্গলবার বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। কক্সবাজারে তাদের অবস্থানকালীন এই সম্ভাব্য বৈঠক নিয়ে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মাঝেও কৌতূহল তৈরি হয়েছে।
বৈঠকটি আদৌ হয়েছে কি না, কিংবা হয়ে থাকলে কী বিষয়ে আলোচনা হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন খবর সত্য হলে তা বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ হতে পারে।
👉 জাতীয় রাজনীতির প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে ভিজিট করুন businesstoday24.com