আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের রাজা ফ্রেডেরিক ও রানি মেরির কনিষ্ঠ কন্যা রাজকুমারী জোসেফিন নিজের পছন্দে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন। রাজপরিবারের ঘোষণায় জানানো হয়েছে, ১৪ বছর বয়সী এই রাজকুমারী আগামী শিক্ষাবর্ষে জুটল্যান্ডের স্পির এফটারস্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করবেন। এর ফলে প্রথমবারের মতো রাজদম্পতির চার সন্তানের মধ্যে তিনিই পরিবার থেকে দূরে থেকে শিক্ষালাভ করবেন।
২০২৩ সাল থেকে হেলরুপের কিলদেগার্ড প্রাইভেট স্কুলে পড়াশোনা করছিলেন জোসেফিন। এবার তার এই পরিবর্তন রাজপরিবারের শিক্ষাবিষয়ক বার্তায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বর্তমানে রাজদম্পতির বড় ছেলে ক্রাউন প্রিন্স ক্রিশ্চিয়ান স্লাগেলসের আন্টভর্সকভ ব্যারাকে সেনা প্রশিক্ষণ নিচ্ছেন। বড় মেয়ে প্রিন্সেস ইসাবেলা ওরেগার্ড জিমনেসিয়ামে উচ্চমাধ্যমিক পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, আর যমজ ভাই প্রিন্স ভিনসেন্ট ট্রানেগার্ডস্কুলেনে অষ্টম শ্রেণি শেষ করছেন।
স্পির এফটারস্কুল একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা রাজধানী কোপেনহেগেনের আমালিয়েনবর্গ প্রাসাদ থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত। এই স্কুলে পড়ার ফলে রাজকুমারী জোসেফিন নিজ পরিবারের মূল আবাস থেকে দূরে অবস্থান করবেন, যা তার শিক্ষাজীবনের একটি বড় পরিবর্তন।
ডেনমার্কের রাজদম্পতি ফ্রেডেরিক ও মেরি সবসময় সন্তানের শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছেন এবং জনসমক্ষে তাদের উপস্থিতি ও পারিবারিক সময়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলেছেন। সম্প্রতি, ১১ জুন রাজকুমারী জোসেফিন তার বাবা-মায়ের সঙ্গে ফারো দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সফরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।










