Home বিনোদন কনসার্টে চুম্বন, লন্ডনে রোমান্স: জেগলার-নাথানের প্রেমকাহিনি

কনসার্টে চুম্বন, লন্ডনে রোমান্স: জেগলার-নাথানের প্রেমকাহিনি

বিনোদন ডেস্ক: হলিউডের তরুণ তারকা র‌্যাচেল জেগলার ও তার প্রেমিক নাথান লুই-ফারনান্দের সম্পর্ক ক্রমেই দৃঢ় হচ্ছে। ১০ আগস্ট রবিবার লন্ডনের প্রিমরোজ হিলে হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে এই যুগলকে। ২৪ বছর বয়সী জেগলার সেদিন পরেছিলেন সাদা ক্রপ টপ ও ডেনিম শর্টস, আর ২৭ বছর বয়সী লুই-ফারনান্দ ছিলেন সাদা ট্যাঙ্ক টপ ও ট্র্যাকপ্যান্টে।

দুজনের পরিচয় হয় গত মে মাসে ওয়েস্ট এন্ড প্রযোজনা ‘এভিতা’-র মহড়ার সময়। শুরু থেকেই তাদের মধ্যে তৈরি হয় এক ধরনের ‘তাৎক্ষণিক সংযোগ’, জানিয়েছিল ঘনিষ্ঠ সূত্র। জেগলার এই প্রযোজনায় করিশ্মাময় ইভা পেরনের চরিত্রে অভিনয় করছেন, যা তার ওয়েস্ট এন্ড অভিষেক। লুই-ফারনান্দ সেখানে ব্যাকআপ ড্যান্সারের ভূমিকায় আছেন।

৮ জুলাই ইনস্টাগ্রামে একটি ২০-স্লাইডের ক্যারোসেল পোস্টে যুগলের একটি সাদাকালো ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক প্রকাশ করেন জেগলার। এর আগে ৬ জুলাই লন্ডনের হাইড পার্কে গায়িকা সাবরিনা কারপেন্টারের কনসার্টে দর্শকের ভিড়ে যুগলকে চুম্বন বিনিময় করতে দেখা যায়।

লুই-ফারনান্দ এর আগে ‘ম্যাজিক মাইক লাইভ’, ‘হ্যামিলটন’ ও ‘অ্যান্ড জুলিয়েট’-এর মতো প্রযোজনায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে জেগলার সম্প্রতি ব্রডওয়েতে ‘রোমিও + জুলিয়েট’-এ জুলিয়েট চরিত্রে অভিনয় শেষ করেছেন। তিনি ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘স্নো হোয়াইট’, ‘ওয়াইটু কে’ এবং ‘দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অফ সংবার্ডস অ্যান্ড স্নেইকস’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

বর্তমান ‘এভিতা’ প্রযোজনাটি পরিচালনা করছেন জেমি লয়েড। দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে সেই দৃশ্য যেখানে জেগলার লন্ডন প্যালেডিয়ামের ব্যালকনি থেকে “ডোন্ট ক্রাই ফর মি আর্জেন্টিনা” গানটি জনতার উদ্দেশে পরিবেশন করেন। অ্যান্ড্রু লয়েড ওয়েবারের সুর ও টিম রাইসের গীতিকথায় নির্মিত এই ক্লাসিক মিউজিক্যাল আর্জেন্টিনার প্রাক্তন ফার্স্ট লেডি ইভা পেরনের জীবনকে কেন্দ্র করে রচিত। শো চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।