বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দোকানঘর এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো পণ্যবোঝাই জাহাজটি নদীতে তলিয়ে গেছে।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি চাঁদতারা-৮। এটি মুন্সিগঞ্জের মুক্তারপুরে শাহ সিমেন্ট কারখানা থেকে যশোরের অভয়নগরের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় জাহাজে থাকা আট কর্মকর্তা-কর্মচারী স্থানীয় জেলেদের সহায়তায় নিরাপদে তীরে পৌঁছান।
জাহাজটির মাস্টার মামুন শেখ জানান, আগের রাতে দোকানঘর এলাকায় নোঙর করে রাখা অবস্থায় ভোরে তীব্র স্রোতের কারণে নোঙর ড্র্যাগিং হয় এবং পাশের এমভি জামান নামের আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকে জাহাজ বাঁ দিকে কাত হয়ে ডুবে যায়।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, মাস্টারের ভুল সিদ্ধান্ত ও অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করেই যাত্রা শুরুর সময় চাঁদতারা-৮ পাশের জাহাজের ওপর পড়ে ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান জানান, খবর পেয়ে মার্কিং টিম ঘটনাস্থলে গিয়ে নিমজ্জিত জাহাজ শনাক্ত করেছে। বর্তমানে জাহাজটির সুপারস্ট্রাকচারের ওপর প্রায় ১০ ফুট পানি রয়েছে। তবে এটি নৌচ্যানেলের বাইরে অবস্থান করায় নৌ চলাচলে তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই। জাহাজটিকে জিআরপি বয়া দিয়ে চিহ্নিত করা হচ্ছে এবং উদ্ধার অভিযান শুরু হবে।