Home সারাদেশ বানিয়াচং থানার সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

বানিয়াচং থানার সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

সাবেক ওসি দেলোয়ার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ আগস্ট নয়জন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা মামলায় বানিয়াচং থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বানিয়াচং থানার সাবেক পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু হানিফ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “গত বুধবার রংপুর রেঞ্জ পুলিশের অফিসে কর্মরত অবস্থায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

দেলোয়ার হোসেন গত বছরের ৫ আগস্ট পর্যন্ত বানিয়াচং থানায় ওসির দায়িত্ব পালন করতেন। ওইদিন বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। মিছিলটি গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে বড়বাজার শহীদ মিনারে সমবেত হয়।

পরে মিছিলকারীরা থানার সামনে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে শুরু করলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাস্থলে চিত্র ধারণ করতে গেলে এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হয় এবং থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এতে হত্যার ঘটনায় নিহত নয়জনের পরিবার পৃথক মামলা দায়ের করে। পুলিশের পক্ষ থেকেও এসআই সন্তোষ হত্যাকাণ্ডের বিষয়ে মামলা করা হয়।

পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। মামলার তদন্তে ইতোমধ্যে ৩০ জনের বেশি সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ডিবি সূত্র জানায়, দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।