বিনোদন ডেস্ক: বলিউডের হট ডিভা মালাইকা অরোরা যেন ব্যক্তিগত জীবনের জন্যই বারবার আলোচনায় থাকেন। একসময় ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে ট্রেনের ছাদে নেচে দর্শকের হৃদয় জয় করেছিলেন। আবার ‘মুন্নি বদনাম’ গানে পুরো ভারতকে নাচিয়েছিলেন। তবে পর্দার মুন্নি এখন আর সিনেমার জন্য যতটা আলোচনায় নেই, তার চেয়ে বেশি রয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের কারণে।
দুই দশকের দাম্পত্য ভেঙেছে আরবাজ খানের সঙ্গে। সেই ঝড় সামলে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছরের প্রেমও ভাঙনের মুখে। ঠিক এই সময়েই তিনি নিজেই নতুন এক রহস্যের ইঙ্গিত দিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে লাজুক মুখে মালাইকা বলেন “বলা যায় না। আমি ভীষণ রোম্যান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। তাই হয়তো…”। তাঁর এই ছোট্ট উত্তরে এখন বলিউড অন্দরে তোলপাড়!
ক’দিন আগেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল, শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার কুমার সঙ্গকারার সঙ্গে নাকি মালাইকার নতুন প্রেমের সূত্রপাত। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি তিনি। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে নতুন বিয়ের সম্ভাবনার গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে।
অর্জুন কাপুর ও মালাইকার সম্পর্ক বলিপাড়ার সবচেয়ে আলোচিত জুটির মধ্যে অন্যতম ছিল। বয়সে ১০ বছরের ছোট অর্জুনকে ভালোবেসে মালাইকা সকল কটাক্ষকে পাত্তা দেননি। বান্দ্রায় ২০ কোটি টাকা খরচ করে মালাইকার ফ্ল্যাটের পাশেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন অর্জুন। কিন্তু সবকিছু সত্ত্বেও এই প্রেমের যাত্রা থেমে যায়। এখন তারা আলাদা পথের যাত্রী হলেও, বন্ধুত্বের জায়গাটা রয়ে গেছে অটুট।
এদিকে বলিউডে এখন প্রশ্ন একটাই মালাইকার জীবনে কি সত্যিই নতুন পুরুষের আবির্ভাব ঘটেছে? তাঁর লাজুক হাসি আর কথার ফাঁকে ফাঁকে ফেলে যাওয়া ইঙ্গিত কি সত্যিই দ্বিতীয় বিয়ের আভাস দিচ্ছে? নাকি এটি কেবল ভক্তদের কৌতূহল বাড়ানোর এক কৌশল? সময়ই তার উত্তর দেবে। তবে একটি কথা নিশ্চিত মালাইকা এখনও একাই একশো!
👉 যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তবে লাইক 👍 ও শেয়ার 🔄 করতে ভুলবেন না!