বিনোদন ডেস্ক: বলিউডের কুইন কঙ্গনা রনৌত আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন। সম্প্রতি আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে দিশা পটানির দিদি খুশবু পটানি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই বিতর্কে ঘৃতাহুতি দিলেন কঙ্গনা। অভিনেত্রী জানালেন, একত্রবাস মহিলাদের জন্য মোটেই ভাল নয়, বরং বিয়ে অত্যন্ত জরুরি।
কঙ্গনার মতে, বিয়ে গুরুত্বপূর্ণ কারণ পুরুষেরা নারীদের অন্তঃসত্ত্বা করে দিতে সক্ষম। তিনি বলেন, আদালত এখন একত্রবাসকেও স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাস্তবতা আলাদা। কঙ্গনার বক্তব্য, সম্পর্কের ক্ষেত্রে সমস্ত আইন মহিলাদের পক্ষেই থাকে, তবে একত্রবাস মহিলাদের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে।
এই প্রসঙ্গে তিনি বলেন, “গর্ভপাতের মতো জটিল পরিস্থিতিতে বা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মহিলাদের পাশে কে দাঁড়াবে? পুরুষেরা শিকারি। তারা মহিলাদের অন্তঃসত্ত্বা করে চলে যেতে পারে। কিন্তু মহিলারা পারে না। আমরা যতই আধুনিক হই না কেন, বিজ্ঞান বলছে—পুরুষেরা আলাদা হয়ে যেতে পারে, মহিলারা পারে না।”
খুশবু পটানি যে অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’, ‘নারীবিদ্বেষী’ এবং ‘নপুংসক’ বলে আক্রমণ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কঙ্গনার বক্তব্য, “আপনি সাধুসন্তদের গালাগাল করছেন! কিন্তু আমি বড় দিদির মতো একটা কথাই বলব—একত্রবাস মহিলাদের জন্য একেবারেই ভাল নয়।”
কঙ্গনা আরও দাবি করেছেন, পুরুষ ও নারীর পছন্দ-অপছন্দের ধরনও আলাদা। তাঁর কথায়, “পুরুষদের কেমন মহিলা পছন্দ—এই প্রশ্ন করলে উত্তর বারবার পাল্টাবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে উত্তর প্রায় একই রকম আসে।”
সমাজের নানা বিতর্কিত বিষয়ে খোলাখুলি মতামত জানাতে পিছপা হন না কঙ্গনা। তবে তাঁর সাম্প্রতিক এই মন্তব্য ঘিরেও বলিপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
👉 খবরটি ভালো লেগে থাকলে লাইক 👍 ও শেয়ার 🔄 করতে ভুলবেন না!